shono
Advertisement

IPL 2022: কেন সেঞ্চুরি হাঁকিয়ে কানে আঙুল রাখেন? রাহুলের সেলিব্রেশন ‘নাপসন্দ’গাভাসকরের

নিজের শততম আইপিএল ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে স্মরণীয় করে রাখলেন কেএল রাহুল।
Posted: 06:31 PM Apr 17, 2022Updated: 06:31 PM Apr 17, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের শততম আইপিএল ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে তা স্মরণীয় করে রাখলেন কেএল রাহুল। সেই সঙ্গে মুম্বইয়ের বিরুদ্ধে জিতল তাঁর দলও। তবে ম্যাচের ফলাফলের থেকে আপাতত বেশি চর্চায় কানে আঙুল রেখে রাহুলের সেঞ্চুরি সেলিব্রেশনের মুহূর্ত। আগেও এভাবে সেলিব্রেট করেছেন তিনি। তবে লখনউ অধিনায়কের এহেন আনন্দের বহিঃপ্রকাশ নাপসন্দ সুনীল গাভাসকরের। এবার প্রকাশ্যেই সে কথা জানালেন তিনি।

Advertisement

এবারই আইপিএলে (IPL 2022) অভিষেক ঘটেছে লখনউ সুপার জায়ান্টসের (LSG)। যে দল রাহুলের নেতৃত্বে বেশ ভালই পারফর্ম করে চলেছে। ৬টির মধ্যে চার ম্যাচ জিতেও গিয়েছে তারা। শনিবার রোহিত শর্মার মুম্বইকেও মাটি ধরায় লখনউ। মাত্র ৬০ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন রাহুল (KL Rahul)। তাঁর বিধ্বংসী ইনিংস সাজানো ছিল ৯টি চার ও পাঁচটি ছক্কা দিয়ে। সেঞ্চুরি হাঁকানোর পরই পরিচিত সেই ছবিটা ধরা পড়ে ক্যামেরায়। দেখা যায়, চোখ বন্ধ করে কানে আঙুল রেখে দাঁড়িয়ে রয়েছেন তিনি।

[আরও পড়ুন: আইপিএল চলাকালীন চোট পেলে কি চুক্তির পুরো টাকা পান ক্রিকেটাররা? কী বলছে নিয়ম?]

কেন এভাবে শতরান সেলিব্রেট করেন তিনি? এ রহস্য় অবশ্য অনেক আগেই ফাঁস করেছিলেন রাহুল। জানিয়েছিলেন, তিনি সমস্ত আওয়াজ থেকে নিজেকে সরিয়ে ফেলতেই কানে হাত রাখেন। আসলে কেরিয়ারের কঠিন সময়ে অনেকে অনেক কথা বলেন। তাই শতরান করেই সব ধরনের চিৎকার তথা সমালোচনাকে এভাবে থামিয়ে দেন তিনি। তবে এর মধ্যে দিয়ে তিনি যে কাউকে অপমান করতে চান না, সে কথাও উল্লেখ করতে ভোলেননি রাহুল।

তবে সুনীল গাভাসকর (Sunil Gavaskar) মনে করেন রাহুলের এমন সেলিব্রেশন যুক্তিসংগত নয়। শনিবার এই রাহুলের সেঞ্চুরি সেলিব্রেশনের পরই ভারতীয় কিংবদন্তি বলেন, শতরান করার পর কানে আঙুল দিয়ে সমস্ত চিৎকার থামিয়ে দেওয়ার কোনও মানে হয় না। কারণ তখনই সমর্থকরা প্রশংসা করে। সেটাকেই উপভোগ করা উচিত। চার, ছক্কা হাঁকানোর সময় এমনটা করা যেতে পারে, কিন্তু একবার ১০০ রান করে ফেললে তো সকলে হাততালি দেয়। সেটা রাহুল উপভোগ করতেই পারেন। গাভাসকরের পরামর্শ রাহুল মানবেন কি না, তার সাক্ষী হতে অবশ্য আরও ভারতীয় ওপেনারের আরও একটি সেঞ্চুরির অপেক্ষা করতে হবে।

[আরও পড়ুন: ভাইয়ের পর দিদি? ‘রণলিয়া’র বিয়ে মিটতেই দ্বিতীয়বার সাতপাকে বাঁধা পড়ার ইঙ্গিত করিশ্মার!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement