shono
Advertisement

‘প্রাণের চেয়েও প্রিয় দেশ’, পদত্যাগের জল্পনা উড়িয়ে বললেন জেনারেল বক্সি

সেনাপ্রধান মনোনীত না হলেও দেশের জন্য প্রাণ বাজি রাখতে পারি, কলকাতায় বললেন বক্সি
Posted: 07:48 PM Jan 01, 2017Updated: 02:18 PM Jan 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পদত্যাগের জল্পনা উড়িয়ে দিলেন লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সি৷ পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে ‘ইস্টার্ন আর্মি কম্যান্ড’কে নেতৃত্ব দেবেন বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি৷ সিনিয়র হলেও তাঁকে টপকে জেনারেল বিপিন রাওয়াতকে সেনাপ্রধান ও এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়াকে বায়ুসেনার প্রধান হিসাবে বেছে নেওয়ার ‘ক্ষুব্ধ’ লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সি ভারতের সশস্ত্র বাহিনী থেকে পদত্যাগ করতে পারেন বলে গুজব রটেছিল৷ পদত্যাগের জল্পনা নেহাত সোশ্যাল মিডিয়ার ‘ট্রোল’ বলে উল্লেখ করে উড়িয়ে দেন লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সি৷

Advertisement

তিনি বলেছেন, “দেশ ও দেশের সশস্ত্র বাহিনীর জন্য আজীবন আমার প্রাণের বাজি রাখতে পারি৷” কলকাতায় তাঁর অধীনস্ত সেনাবাহিনীর আধিকারিকদের সামনে এক বক্তৃতায় একথা জানিয়েছেন তিনি৷ সূত্রের খবর, জুনিয়র হওয়া সত্ত্বেও জেনারেল রাওয়াতকে ফোন করে অভিনন্দন জানিয়ে তাঁকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেনারেল বক্সি৷ সূত্রের খবর, তাঁর অবসর নেওয়ার কথা ২০১৭-র জুলাই মাসে৷ তবে অবসর নিলেও সেনাবাহিনীর কোনও গুরুত্বপূর্ণ পদে তাঁকে নিয়োগ করা হতে পারে বলে খবর মিলেছে৷

(৬০,০০০ কোটি টাকার রণসজ্জায় আরও শক্তিশালী ভারতীয় সেনা)

২০১৬-য় জেনারেল দলবীর সিং সুহাগের পর কাকে সেনাপ্রধান হিসাবে বেছে নেওয়া হবে সেই বিষয়ে ভাবনাচিন্তা শুরু করে কেন্দ্র৷ সিনিয়রিটির বিচারে বক্সির ওই পদ পাওয়ার জল্পনা শুরু হয়৷ কিন্তু শেষ পর্যন্ত, গত ১৭ ডিসেম্বর পরবর্তী সেনাপ্রধান হিসাবে জেনারেল রাওয়াতকে বেছে নেয় কেন্দ্র৷ রাওয়াত গোর্খা রাইফেলস-এর ইনফ্যান্ট্রি অফিসার৷ অনুপ্রবেশ বিরোধী অভিযান ও উঁচু পার্বত্য অঞ্চলে শত্রুকে মাত দেওয়ায় তিনি দক্ষ৷ তাই তাঁর হাতে দেশের ১৩ লক্ষ সেনার দায়িত্ব তুলে দেওয়া হয়৷

জেনারেল বক্সি ছাড়াও সাদার্ন কম্যান্ডের আরেক সিনিয়র অফিসার লেফটেন্যান্ট জেনারেল পি এম হারিজও সেনাপ্রধান পদের দাবিদার ছিলেন৷ তিনিও রাওয়াতের চেয়ে ছয় মাসের সিনিয়র৷ যদিও নয়া সেনাপ্রধান জেনারেল রাওয়াত আশা করছেন, তিনি বক্সি ও হারিজ- দু’জনের কাছ থেকেই পূর্ণ সহযোগিতা পাবেন৷ এর পাশাপাশি, প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর মিলেছে, দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ নিয়োগ করা হতে পারে জেনারেল বক্সিকে৷ এটি একটি নতুন ফোর স্টার জেনারেল পোস্ট, যেটি সরাসরি প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে কাজ করবে৷

(আমেরিকার ধাঁচে সেনাকে ঢেলে সাজানোই স্বপ্ন মোদির!)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement