সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র মাস দেড়েক। তার পরই উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দিরের। এবার সেই মন্দিরের গর্ভগৃহের ছবি এল প্রকাশ্যে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে’র সাধারণ সম্পাদক চম্পত রাই শেয়ার করেছেন ছবিটি।
রাম মন্দিরের সঙ্গে লোকসভা নির্বাচনের অঙ্ক যে ওতপ্রোত ভাবে জড়িত, তা কারও অজানা নয়। রাম মন্দিরের আবেগের প্রতিফলন পুরোপুরি ভোটবাক্সের উপরে পড়ুক, চাইছে গেরুয়া শিবির। হিন্দুত্ববাদী একাধিক সংগঠন দেড়মাসব্যাপী একাধিক কর্মসূচি ঘোষণা করেছে। যোগীর পরিকল্পনা, রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনের এক সপ্তাহ আগে থেকে পরবর্তী দেড় মাস গোটা রাজ্যকে ‘রামময়’ করে তোলার। যোগী প্রশাসন জানিয়েছে, আগামী ১৪ জানুয়ারি থেকেই রাজ্যের সব মন্দির ও মঠে ভজন-কীর্তন শুরু হবে। এর পর ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা। সেদিনই মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিন মন্দিরে-মন্দিরে রামচরিতমানস ও হনুমানচালিশা পাঠ করা হবে। গাওয়া হবে রামভজনও। তবে শুধু উত্তরপ্রদেশে নয়, গোটা গোবলয়ে এই রাম মন্দির আবেগ ছড়িয়ে দিতে চায় বিজেপি (BJP)।
[আরও পড়ুন: ‘সোনিয়াকে প্রণাম, খাড়গেকে নয়! দলিত বলেই?’ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে খোঁচা বিজেপির]
এদিকে মন্দির উদ্বোধনের আগেই সম্পূর্ণ হবে অযোধ্যা রেল স্টেশন নতুন করে সাজিয়ে তোলার কাজ। বিমানবন্দর সম্প্রসারণের প্রথম পর্যায়ের কাজও শেষ হবে শীঘ্রই। বলা বাহুল্য, চব্বিশের ভোটযুদ্ধ জয়ে রাম লালার স্মরণাপন্ন মোদি-শাহ বাহিনী। তারই তোড়জোড় চলছে এখন গোটা অযোধ্যায়।