সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) বিরোধীদের রণকৌশল ঠিক করতে পাটনায় (Patna) ১৭ বিরোধী দলের বৈঠক ছিল শুক্রবার। আর সেই বৈঠকে বহুদিন পরে জাতীয় রাজনীতির পরিসরে প্রকাশ্যে দেখা গেল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে (Lalu Prasad Yadav)। আরজেডি সুপ্রিমো কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) পিতৃসুলভ পরামর্শ দিলেন। আর সেই পরামর্শ গাঁটছড়া বাঁধার।
এদিনের বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলনে সবার শেষে বক্তব্য রাখেন বর্ষীয়ান নেতা। ২ হাজার টাকার নোট প্রত্যাহার নিয়ে মোদি সরকারকে আক্রমণ করতে দেখা যায় এদিন। পাশাপাশি রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার প্রশংসাও করেন সত্তরোর্ধ্ব নেতা। তবে এর পাশাপাশি রাহুলের প্রতি প্রকাশ্যেই তাঁর সরস পরামর্শ, ”কথা শোনো, বিয়েটা করে ফেলো।” যা শুনে লাজুক হাসি খেলে যায় ৫৩ বছরের কংগ্রেস নেতার মুখে।
[আরও পড়ুন: বিজেপি ক্ষমতায় ফিরলে আর ভারত থাকবে না’, বৈঠকে তোপ মমতার, নিশানা রাজভবনকেও]
লালু বলেন, ”তোমার মা তোমার বারবার বিয়েতে প্রত্যাখ্যানে বিরক্ত। আমরা চাই তোমার বিয়েতে বরযাত্রী যেতে।” তাঁর এমন কথায় সাংবাদিক সম্মেলনে উপস্থিত বাকী রাজনৈতিক নেতানেত্রীরাও হেসে ফেলেন।
উল্লেখ্য, ২০২৪ সালে বিজেপিকে ক্ষমতায় ফিরতে না দিতে একসঙ্গে লড়তে চাইছে বিরোধীরা। আর তাই শুক্রবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের আহ্বামে সর্বদলীয় বৈঠকে অংশ নেয় ১৭টি দল। বৈঠকশেষে বিরোধীরা মুখোমুখি হন সাংবাদিকদের। জানিয়ে দেন, তাঁরা একসঙ্গে লড়বেন।