shono
Advertisement

এবার ক্যাশলেস লেনদেনে মিলবে সরকারি পুরস্কার

এই স্বপ্নকে বাস্তবায়িত করতে একঝাঁক পরিকল্পনা হাতে নিয়েছে মোদি সরকার৷ The post এবার ক্যাশলেস লেনদেনে মিলবে সরকারি পুরস্কার appeared first on Sangbad Pratidin.
Posted: 09:51 PM Dec 05, 2016Updated: 04:29 PM Dec 05, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশকে ক্যাশলেস করে তুলতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে মোদির আবেদন, “নগদ অর্থ ব্যবহার বন্ধ করুন৷ ব্যবহার করুন ডিজিটাল ওয়ালেট৷ তবেই কালো টাকাকে সমূলে উপড়ে ফেলা সম্ভব হবে৷” আর এই স্বপ্নকে বাস্তবায়িত করতে একঝাঁক পরিকল্পনা হাতে নিয়েছে মোদি সরকার৷

Advertisement

শহরের বহু শিক্ষিত সাধারণ মানুষ ইতিমধ্যেই ডিজিটাল ওয়ালেটের উপরই নির্ভরশীল হয়ে উঠছেন৷ কিন্তু প্রধানমন্ত্রীর লক্ষ্য হল প্রত্যন্ত গ্রামকেও ক্যাশলেসে পরিণত করা৷ গ্রামবাসীদের ডিজিটাল ওয়ালেট ব্যবহারে আগ্রহী করে তুলতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে এনআইটিআই আয়োগ৷ যার মাধ্যমে গ্রামবাসীরা ক্যাশলেস লেনদেন করতে পারলে তাঁদের পুরস্কৃত করা হবে৷

প্রথমেই জেনে নেওয়া প্রয়োজন, ক্যাশলেস পেমেন্টের ক্ষেত্রে কী কী প্রয়োজন৷ আধার কার্ডের মাধ্যমে বিভিন্ন জায়গায় লেনদেন করা যাবে৷ আরইউ পে, ডেবিট, ক্রেডিট, প্রিপেড কার্ড দিয়েও অনায়াসে লেনদেন করতে পারবেন গ্রামবাসী৷ তাঁরা এই কাজে সফল হলেই সাফল্য পাবে গ্রামগুলি৷ কীভাবে? যে ১০টি জেলার বাসিন্দারা সবচেয়ে বেশি ক্যাশলেস লেনদেনে সফল হবেন, সেই জেলাগুলি পাবে ডিজিটাল পেমেন্টে চ্যাম্পিয়ন অফ ইন্ডিয়ার পুরস্কার৷ আর সবচেয়ে তাড়াতাড়ি ক্যাশলেসে পরিণত হতে পারা ৫০টি গ্রাম পঞ্চায়েতের মাথায় উঠবে ডিজিটাল পেমেন্টের মুকুট৷ এখানেই শেষ নয়, তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে, প্রতিটি বাণিজ্যিক লেনদেনের জন্য নগদ ১০০ টাকা ইনসেনটিভ দেওয়া হবে৷

The post এবার ক্যাশলেস লেনদেনে মিলবে সরকারি পুরস্কার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement