shono
Advertisement

Breaking News

শাহরুখের বাড়িতে অশরীরি! অভিজ্ঞতার কথা জানালেন নিজেই

বাড়ির ভিতর সেলফি ক্যামেরায় ভিডিও করছিলেন শাহরুখ৷ The post শাহরুখের বাড়িতে অশরীরি! অভিজ্ঞতার কথা জানালেন নিজেই appeared first on Sangbad Pratidin.
Posted: 02:39 PM Mar 22, 2017Updated: 09:09 AM Mar 22, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূতে বিশ্বাস করেন? নাকি মনে করেন ভূত বলে কোনও বস্তুর অস্তিত্ব নেই৷ কিছু ছোটখাটো অদ্ভুত ঘটনা ঘটলেই তার পিছনে কারণ না খুঁজে ভয় করতে শুরু করেন মানুষ৷ আপনারও কি এমনটাই ধারণা? শাহরুখ খানও কিন্তু এতদিন এমনটাই ভাবতেন৷ কিন্তু একটি রাতের ঘটনা তাঁর সব চিন্তাভাবনাকে গুলিয়ে দিল৷ তাঁর বাড়ি মন্নতের ভিতরই এক অলৌকিক অভিজ্ঞতা হল বলিউড বাদশার৷

Advertisement

[মেক্সিকোর সমুদ্রসৈকতে কী করলেন সানি? দেখুন ভিডিও]

বাড়ির ভিতর সেলফি ক্যামেরায় ভিডিও করছিলেন তিনি৷ ফ্যানদের জানাচ্ছিলেন, ভূতে একেবারেই বিশ্বাস করেন না তিনি৷ “হাওয়ায় দরজা বন্ধ হয়ে গেলে ভাববেন না ভৌতিক কিছু ঘটল৷ গীটারটা হঠাৎ বেজে উঠল? আরে কিছুই না৷ ওটা আমার হাতের কেরামতি৷” বলছিলেন কিং খান৷ কিন্তু তারপরই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা৷ কে যেন শাহরুখকে ডাকলেন৷ কিন্তু ঘরের ভিতর তো আর কেউ নেই! তাহলে? শাহরুখ জানতে চাইলেন, কে কথা বলছে? তখনই এল একটি অপ্রত্যাশিত উত্তর৷ এক সুন্দরী মহিলার গলা শোনা গেল৷ থুড়ি, সুন্দরী কি না, বলা যাবে না৷ কারণ তাকে চোখে দেখা যাচ্ছে না৷ তবে শাহরুখের স্বস্তি একটাই৷ এই ভূত একেবারেই হানিকারক নয়৷ নিজের পরিচয়ও দিল সে৷ তার নাম শশী৷ কিন্তু তাকে চাইলেই দেখা যাবে না৷ তার জন্য ২৪ মার্চ পর্যন্ত অপেক্ষা করতেই হবে৷ ‘ফিল্লৌরি’ ছবিতে দেখা যাবে সেই ভূতকে৷

[‘তুমি সেরা হতে পার, কিন্তু ভগবান নও’, কপিলকে খোঁচা ‘গুত্থি’র]

আন্দাজ করতে পারছেন কে এই অশরীরি যিনি অতর্কিতে ঢুকে পড়েছিলেন মন্নতে? ঠিক ধরেছেন, শশী আসলে অনুষ্কা শর্মা৷ অভিনব কায়দায় নিজের আসন্ন ছবির প্রচার সারলেন তিনি৷ সঙ্গে থাকল অনুষ্কা ও শাহরুখের রোম্যান্সও৷ কীরকম? ভিডিওতেই দেখে নিন বরং৷

The post শাহরুখের বাড়িতে অশরীরি! অভিজ্ঞতার কথা জানালেন নিজেই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement