shono
Advertisement

Breaking News

কলকাতাই দেশের স্বচ্ছ্বতম শহর! রাজ্যে এসে মমতার ভূয়সী প্রশংসা গুলাম নবি আজাদের

রাজ্যের স্বাস্থ্য পরিষেবা এবং ট্রাফিক ব্যবস্থারও ভুয়সী প্রশংসা করেছেন প্রাক্তন কংগ্রেস নেতা।
Posted: 08:20 PM Feb 11, 2023Updated: 08:21 PM Feb 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবচেয়ে নোংরা থেকে স্বচ্ছ্বতম শহর। কলকাতাকে বদলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শহরে এসে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে গেলেন প্রাক্তন কংগ্রেস (Congress) নেতা তথা ডেমোক্র্যাটিক আজাদ পার্টির প্রধান গুলাম নবি আজাদ। শুধু তাই নয়, তৃণমূল আমলে শহরে যানজট নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্য পরিষেবার উন্নতি হয়েছে, তার জন্যও মুখ্যমন্ত্রীকে কৃতিত্ব দিয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Advertisement

রবিবার বিশ্ব ইউনানি দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে কলকাতায় এসেছিলেন আজাদ (Ghulam Nabi Azad)। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,”কলকাতাকে দেশের স্বচ্ছ্বতম শহরগুলির মধ্যে একটা হিসাবে গড়ে তোলার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাব। আমি প্রায় ৪৫ বছর ধরে কলকাতায় আসছি। সেই যুব কংগ্রেসের আমল থেকে। আগে কলকাতা দেশের সবচেয়ে নোংরা শহরগুলির মধ্যে একটি ছিল। আজ সেটা বদলে গিয়েছে। এটার সব কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের, কলকাতা পুরসভার এবং কাউন্সিলরদের।”

[আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ অভিযান শুরুর আগেই ধাক্কা ভারতের মেয়েদের, পাকিস্তান ম্যাচে নেই স্মৃতি মন্ধানা]

এখানেই শেষ নয়, কলকাতার যান নিয়ন্ত্রণ ব্যবস্থা (Traffic Police) এবং স্বাস্থ্য পরিষেবারও ভূয়সী প্রশংসা করেন আজাদ। তিনি বলেন, আমার মনে হয় কলকাতার ট্রাফিক ব্যবস্থা ভীষণ নিয়মানুবর্তী। এটার কৃতিত্বও মুখ্যমন্ত্রীর আর ট্রাফিক পুলিশের। আমি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছি। আর আমার মনে হয়, কলকাতার স্বাস্থ্য পরিকাঠামোও দেশের মধ্যে সেরা। সেটার জন্য প্রশংসা প্রাপ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

[আরও পড়ুন: ‘অস্ট্রেলিয়ার ক্ষতে লবন-লেবু ঘষে দিয়েছে ভারত’, স্মিথদের কটাক্ষ জাদেজার]

অরাজনৈতিক মঞ্চে হলেও আজাদের এই মমতা স্তুতি বেশ তাৎপর্যপূর্ণ। আসলে আজাদ এই মুহূর্তে রাজনৈতিকভাবে বেশ প্যাঁচে পড়ে রয়েছেন। কংগ্রেস ছাড়ার পর কাশ্মীরে ডেমোক্র্যাটিক আজাদ পার্টি (DAP) নামের আঞ্চলিক দল তৈরি করেছেন তিনি। কিন্তু তাতে বিশেষ সুবিধা হয়নি। সেকারণেই সম্ভবত মমতার সঙ্গে সুসম্পর্ক রাখারও চেষ্টা করছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement