shono
Advertisement

ট্যারান্টুলার আতঙ্কে ঘরছাড়া গ্রামবাসীরা

তীব্র আতঙ্কে গ্রামবাসীরা৷ The post ট্যারান্টুলার আতঙ্কে ঘরছাড়া গ্রামবাসীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:27 PM Apr 21, 2017Updated: 12:45 PM Oct 08, 2019

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে বিরল প্রজাতির মাকড়সা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল শুক্রবার৷ তবে উদ্ধার হওয়া মাকড়সাটি ট্যারান্টুলা প্রজাতির কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে৷ শুক্রবার ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের রোহিনী বনপুরার বাসিন্দা পঙ্কজ মাইতির বাড়িতে বড় আকারের একটি মাকড়সার দেখা মেলে৷ খবর ছড়াতেই স্থানীয় বাসিন্দারা পঙ্কজবাবুর বাড়িতে সকাল সকাল সবাই হাজির হয়ে যান৷

Advertisement

মাকড়সাটিকে খুব সাবধানে একটি জারে ভরে রাখা হয়৷ গত সাত আট মাস আগে এই বনপুরা গ্রামে বেশ কয়েকটি বড় লোমশ মাকড়সা বেরিয়েছিল৷ তখনও এলাকাবাসীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছিল৷ এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বাচ্চাদের নিয়ে তাঁরা রীতিমতো আতঙ্কে রয়েছেন৷ তাঁদের দাবি, বন দফতর চেষ্টা করুক আবার যাতে এভাবে বড় প্রজাতির মাকড়সা বা ট্যারান্টুলা না বেরোয়৷ বন দফতরের পক্ষ থেকে জানান হয়, মাকড়সাটি ট্যারান্টুলা কি না তা পরীক্ষা করে দেখা হবে৷ মাকড়সাটিকে জারে বন্দি করে খড়গপুরের ডিভিশনের কলাইকুণ্ডা রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে৷

[২৩ এপ্রিল রাজ্য জয়েন্ট, পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ পেন ও ঘড়ি]

The post ট্যারান্টুলার আতঙ্কে ঘরছাড়া গ্রামবাসীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement