shono
Advertisement

তৃণমূলের চাপ, ১০০ দিনের কাজের টাকা নিয়ে ঢোক গেলা শুরু গিরিরাজের!

পালটা টুইট অভিষেকের।
Posted: 01:58 PM Oct 21, 2023Updated: 01:58 PM Oct 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন। যে দাবিকে সপ্তমে তুলে পথে নেমেছেন স্বয়ং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রথমে রাজধানী দিল্লিতে প্রতিবাদ-বিক্ষোভ। তার পর কলকাতার রাজপথ। বাংলার মানুষের কণ্ঠ রোধ করতে কেন্দ্রীয় সরকারের সব চেষ্টাকে হেলায় উড়িয়ে অভিষেকের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদে শেষ পর্যন্ত ঢোক গিলতে শুরু করল কেন্দ্রীয় সরকার।

Advertisement

শুক্রবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh) বললেন, মনরেগা তথা একশো দিনের প্রকল্প নিয়ে রাজ্যের পাঠানো হিসাব কেন্দ্রীয় সরকার খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে। সব দিক খতিয়ে দেখে, স্বচ্ছতা প্রমাণিত হলে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় বরাদ্দ মঞ্জুর করবে। পরে, অভিষেকের (Abhishek Banerjee) টুইট, বাংলার মানুষের ন্যায্য দাবি আদায়ের জন্য শেষ পর্যন্ত লড়াই করব। কোনও রকম চাপের কাছে মাথা নত করব না।

[আরও পড়ুন: ‘নতুন ভারতের শিল্পকার’, দেশের প্রথম রিজিওনাল র‌্যাপিড ট্রেনের সূচনা, মোদিকে কুর্নিশ যোগীর]

শুক্রবার এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বাংলাকে এর আগেও বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ দেওয়া হয়েছে। একশো দিনের কাজের ক্ষেত্রেও বকেয়া টাকা কেন্দ্রীয় সরকার প্রদান করবে। তার আগে প্রয়োজনীয় নথি যাচাই করা হবে। প্রয়োজনীয় হিসাব নিয়ে সন্তুষ্ট হলেই কেন্দ্র দ্রুত পরবর্তী পদক্ষেপ করবে। প্রসঙ্গত, ১০০ দিনের কাজ করেও যাঁরা বঞ্চিত, কেন্দ্রীয় সরকারের থেকে যাঁরা টাকা পাননি বলে অভিযোগ, তাঁদের তরফে গুচ্ছ গুচ্ছ চিঠি নিয়ে প্রথমে দিল্লিতে, পরে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবারের সাংসদ ২০ লক্ষের বেশি বঞ্চিত শ্রমিকের চিঠি রাজ্যপালের হাতে তুলে দেন।

[আরও পড়ুন: না চাইলে কোনও দম্পতিকে একসঙ্গে থাকতে বলা নিষ্ঠুরতা, মন্তব্য হাই কোর্টের]

অভিষেকের স্পষ্ট প্রশ্ন ছিল, এক, এই ২০ লক্ষ মানুষ ১০০ দিনের কাজ (MGNREGA) করেছেন কি না। দুই, যদি করে থাকেন, তা হলে কোন আইনের কোন ধারায় তাঁদের টাকা দীর্ঘ দিন ধরে আটকে রাখা হয়েছে? রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এত দিন এই একশো দিনের কাজের বকেয়া নিয়ে কোনও উচ্চবাচ্য না করলেও, অবশেষে তারা পিছু হঠতে বাধ্য হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement