shono
Advertisement

পড়তে গিয়েও শান্তি নেই, স্কুল চত্বরে ইভটিজারদের দৌরাত্ম্যে হাই কোর্টের দ্বারস্থ ছাত্রীরা

শিক্ষার অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে নিরাপত্তার দাবি হরিয়ানার ছাত্রীদের৷ The post পড়তে গিয়েও শান্তি নেই, স্কুল চত্বরে ইভটিজারদের দৌরাত্ম্যে হাই কোর্টের দ্বারস্থ ছাত্রীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:11 PM Jul 27, 2019Updated: 09:11 PM Jul 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দিন বাড়ছে নিরাপত্তাহীনতা৷ এমনকী স্কুলে পড়াশোনা চলাকালীনও সেই ভয় ঘিরে ধরছে৷ ফলে শিক্ষার অধিকার থেকে বঞ্ছিত হচ্ছেন তাঁরা৷ পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে এবার হরিয়ানার একদল ছাত্রী হাই কোর্টের দ্বারস্থ হল৷ তাঁরা প্রত্যেকেই সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রী৷

Advertisement

[ আরও পড়ুন: লাস্যময়ী পোলিং অফিসারকে মনে আছে? বিয়ের আসরে নেচে মাতালেন তন্বী] 

সমস্যা নতুন নয়৷ মানেসরের একটি স্কুল চত্বরের মধ্যেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পঞ্চায়েতের একটি অফিস, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, একটি পার্ক৷ কোনওটার সঙ্গে কোনও জায়গার তেমন বিভাজন নেই৷ অর্থাৎ স্কুলের মেয়েরা চলে যেতে পারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে৷ আবার স্বাস্থ্যকেন্দ্র থেকে যে কেউ ঢুকে পড়তে পারে স্কুলের কম্পাউন্ডের ভিতরে৷ ছাত্রীরা বলছে, স্কুল চত্বর এবং এই একাধিক ভবনের চারপাশে ন্যূনতম নিরাপত্তার জন্য পাঁচিলটুকুও নেই৷ তাই যে কোনও সময়ে যে কেউ ছোট পাঁচিল টপকে ঢুকে পড়ছে স্কুলের মধ্যে৷ ঢুকেই ছাত্রীদের উদ্দেশে কটূক্তি, অশালীন আচরণ চলছেই৷ স্কুল কর্তৃপক্ষের কাছে এনিয়ে বারবার অভিযোগ জানিয়েও কোনও পরিবর্তন হয়নি বলে অভিযোগ৷কয়েক সপ্তাহ আগেই স্কুলে ঢুকে ভাঙচুর করেছে জনা কয়েক দুষ্কৃতী৷ এসব ঘটনায় আতঙ্কিত এবং কার্যত অসহায় হয়েই আদালতমুখী হল ছাত্রীদল৷
সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির ৫ জন ছাত্রী পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে আবেদন করেছেন, তাদের পর্যাপ্ত নিরাপত্তা চাই৷ যে কোনও সময়ে ছেলেদের ঢুকে পড়া যেন রুখে দেওয়া যায়৷ গত সপ্তাহে ছাত্রীদের এই আবেদন দেখে বিচারপতি নিজেও স্কুল কর্তৃপক্ষকে ভর্ৎসনা করেছেন৷ তাঁর কথায়, ‘একটা স্কুল চত্বরকে কীভাবে পড়াশোনা ছাড়া অন্য কাজে ব্যবহার করা হচ্ছে, কেন সীমানা পাঁচিল নেই, কীভাবে এখানে দুষ্কৃতীরা ঢুকে পড়ছে, এসব কোনও কিছুই বোঝা যাচ্ছে না৷’ তবে এনিয়ে স্কুল কর্তৃপক্ষকে নয়, আগামী ২ আগস্ট হরিয়ানা সরকারকে হলফানামা দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট৷

[ আরও পড়ুন: ছেলেধরা সন্দেহে কংগ্রেস নেতাদের গণপিটুনি, উত্তেজনা মধ্যপ্রদেশে]

The post পড়তে গিয়েও শান্তি নেই, স্কুল চত্বরে ইভটিজারদের দৌরাত্ম্যে হাই কোর্টের দ্বারস্থ ছাত্রীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement