সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে মহিলারা জিনস পরেন ও মোবাইল ফোন ব্যবহার করেন, তাঁরা নন। কেবল ৪০-৫০ বছরের মহিলারাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) দ্বারা প্রভাবিত হন। এমনই বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতা ও মধ্যপ্রদেশের (Madhya Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংয়ের (Digvijaya Singh)। বর্ষীয়ান রাজনীতিবিদের এমন মন্তব্যের তীব্র নিন্দা করে তাঁকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে তোপ দাগল BJP।
মধ্যপ্রদেশের ভোপালে জনজাগরণ যাত্রায় ওই মন্তব্য করেছেন দিগ্বিজয়। কোন ধরনের মহিলারা প্রধানমন্ত্রীর দ্বারা প্রভাবিত হতে পারে পারেন সেই নিয়ে কথা বলছিলেন দিগ্বিজয়। সেই সময় তিনি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর প্রসঙ্গ তুলে বলেন, প্রিয়াঙ্কা তাঁকে এই বিষয়ে একটি কথা বলেছিলেন। তাঁর মতে, ৪০ বা ৫০ বছরের মহিলারা মোদির দ্বারা সামান্য প্রভাবিত হতে পারেন। কিন্তু যাঁরা জিনস পরেন ও মোবাইল নিয়ে ঘোরাফেরা করেন তাঁরা প্রভাবিত হন না।
[আরও পড়ুন: বাংলায় আরও বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা? সন্দেহভাজনের তালিকায় বিদেশফেরত ৪]
তিনি জানান, প্রিয়াঙ্কা এই কথা বলে তাঁকে মনে করিয়ে দেন, ওই মহিলাদের কাছে মোবাইল ফোন থাকায় তাঁরা নিয়মিত ইন্টারনেটও ব্যবহার করেন। ওই মহিলাদের সঙ্গে যোগসূত্র গড়ে তোলার কথা বলেছিলেন প্রিয়াঙ্কা। এদিন সেই কথারই তিনি পুনরাবৃত্তি করছেন বলে দাবি দিগ্বিজয়ের।
বর্ষীয়ান নেতার এহেন মন্তব্যের তীব্র নিন্দা করেছে গেরুয়া শিবির। মধ্যপ্রদেশের বিধায়ক রামেশ্বর শর্মা তাঁকে তো দেগে বলেন, ”দিগ্বিজয় মানসিক ভারসাম্য হারিয়েছেন। মহিলাদের নিয়ে তাঁর এই কথা অত্যন্ত নিম্নমানের। দিগ্বিজয় সিং পাগল হয়ে যাচ্ছেন। সোনিয়া গান্ধীর কাছে আমি জানতে চাই, উনি এমন লোককে দলে রেখেছেনই বা কেন? দিগ্বিজয় সিং তো আগে নিজের দল কংগ্রেসেরই প্রাক্তন সাংসদ মীনাক্ষী নটরাজন সম্পর্কেও কটূক্তি করেছেন। মহিলারা পূজনীয়। তাঁদের নিয়ে রাজনীতি করা একেবারেই শোভন নয়।”