সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সচরাচর বাড়িটিতে পা রাখতে চান না কেউই!
সেই ১৯৭৭ সাল থেকেই!
কারণ ওই- যেখানে ভূতের ভয়, সেখানে কখনই নয়!
অবশ্য মানুষ চাইলেও ইংল্যান্ডের এনফিল্ড শহরের একটি বিশেষ বাড়ি জবরদখল করে রেখেছিল যে প্রেতাত্মা, সে কাউকে থাকতে দিত না। যাঁরাই ওই বাড়িতে থাকতে যেতেন, ভূতের শিকার হতেন!
এনফিল্ডের ওই ভুতুড়ে বাড়ির রহস্য নিয়েই এবার আগের চেয়েও অনেক বেশি ভয় দেখাতে আসছে ‘কনজিউরিং ২’। পাশাপাশি, ছবির এই দ্বিতীয় পর্ব দিয়ে ফের ফিরে এলেন প্যাট্রিক উইলসন আর ভেরা ফারমিগার জুটি। ডেমনোলজিস্ট ওয়ারেন দম্পতির ভূমিকায়।
লোরেন আর এড এনফিল্ডের ওই বাড়িটিতে গিয়ে ঠিক কী ভয়াবহতার মুখোমুখি হয়েছিলেন, তা জানা যাবে ছবি মুক্তি পেলে!
তার আগে ছবির পরিচালক একটি ৩৬০ ডিগ্রি ভিডিও ছেড়েছেন ওই বাড়িটির! ভিডিওটি রইল নিচে! যাতে আপনি নিজেই দেখতে পারেন, কোন আতঙ্কে রাত নামলে স্তব্ধ হয়ে থাকত এনফিল্ড!
শুধু একটা কথা না বললেই নয়! হৃদয় দুর্বল হলে ভিডিওটি দেখবেন না!
The post ৩৬০ ডিগ্রি ক্যামেরায় ধরা দিল ভূতের অস্তিত্ব appeared first on Sangbad Pratidin.