সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) স্বপ্নের দৌড় চলছে কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022)। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের (France) সামনে ইংল্যান্ড (England)। ব্রাজিল-ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের মতোই ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচ ঘিরেও চর্চা হচ্ছে। এই ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরকে একপ্রকার হুমকি দিয়েছেন ফরাসি ডিফেন্ডার ডায়ো উপামেকানো। তিনি বলেছেন, ”কিলিয়ান সম্পূর্ণ অন্য ধরনের ফুটবলার। ওয়ার্লড ক্লাস একজন প্লেয়ার। ওকে আটকানো সত্যিই কঠিন।” গিত, স্কিল, সৃজনশীলতা এমবাপেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছে। সেই কারণেই উপামেকানো ইংল্যান্ড ডিফেন্ডারদের উদ্দেশ্য করে বলছেন, ”তোমরা কিন্তু রাতে তাড়াতাড়ি শুতে যেও।”
বায়ার্ন মিউনিখের হয়ে খেলেন ডায়ো উপামেকানো। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনকে থামানোর দায়িত্ব তাঁর উপরে। যদিও হুগো লরিস ফরাসি কোচকে হ্যারি কেনের ব্যাপারে অনেক তথ্য দিয়ে সাহায্য করতে পারবেন।
[আরও পড়ুন: ‘আমি চাই মেসি কাঁদুক,’ প্রাক্তন ব্রাজিল স্ট্রাইকারের কটাক্ষ নিয়ে বিতর্ক]
ইংল্যান্ড অবশ্য জানে এমবাপেকে থামাতে পারলেই অর্ধেক কাজ হয়ে যাবে। কিন্তু ফরাসি মিডফিল্ডার ইউসুফ ফোফানাও কটাক্ষ করেছেন ইংল্যান্ডের ফুটবলারদের। ফরাসি লিগ ওয়ানে খেলা ক্লাবগুলো কিলিয়ান এমবাপেকে থামানোর ফর্মুলা এখনও বের করতে পারেনি। কোয়ার্টার ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটির রাইট ব্যাক কাইল ওয়াকারের উপরে দায়িত্ব দেওয়া হবে এমবাপেকে থামানোর জন্য।
য়াকারকে উপহাস করে কাইল ওয়াকার বলছেন, ”কিলিয়ানকে থামাতে পারলে ওদেরই ভাল হবে। ফরাসি লিগে আরও ১৯ টা দল খেলে। এমবাপেকে থামানোর উপায় ওরা খুঁজে বের করার চেষ্টা করছে। এমবাপেকে থামানোর উপায় এখনও বের করতে পারেনি ওরা। খেলার মাঠেই আসল সত্যিটা জানা যাবে। আমাদের সবারই এমবাপের উপরে আস্থা রয়েছে।”