shono
Advertisement

প্রয়াত গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকর, শোকের ছায়া রাজনৈতিক মহলে

ক্যানসারের সঙ্গে যুদ্ধে হার৷ The post প্রয়াত গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকর, শোকের ছায়া রাজনৈতিক মহলে appeared first on Sangbad Pratidin.
Posted: 08:19 PM Mar 17, 2019Updated: 10:11 AM Mar 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঠিন যুদ্ধের পর হার মানলেন গোয়ার মুখ্যমন্ত্রী তথা দেশের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর৷ গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি৷ বয়স হয়েছিল ৬৩ বছর৷ দীর্ঘদিন ধরে অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছিলেন পারিকর৷ বিদেশে গিয়েও চিকিৎসা হয়েছে তাঁর৷ এইমস এবং মুম্বইয়ের বিশেষ চিকিৎসকদলও গোয়ার মুখ্যমন্ত্রীকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন৷ তাঁর দপ্তর থেকে টুইট করে জানানো হয়, শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছে৷ উদ্বেগ বাড়ছিল দলের মধ্যে৷ হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছিলেন দলের কর্মী, সমর্থক থেকে অনুগামীরা৷ শেষরক্ষা হল না৷ রবিবার সন্ধে ৮টা নাগাদ প্রয়াত হলেন মনোহর পারিকর৷

Advertisement

সাম্প্রতিককালের রাজনীতিতে মনোহর পারিকর এক বিশিষ্ট নাম৷ উচ্চশিক্ষিত এই রাজনীতিবিদ গোয়ারই ভূমিপুত্র৷ আইআইটি বম্বে থেকে পড়াশোনা করেছেন৷ দুর্দান্ত রেজাল্টের জন্য তাঁকে বিশেষ সম্মানে ভূষিত করেছিল দেশের অন্যতম নামী এই শিক্ষা প্রতিষ্ঠান৷ ছাত্রাবস্থা থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং যথেষ্ট গুরুত্বের সঙ্গেই দল কাজ করেন৷ পরবর্তী সময়ে বিজেপিতে যোগ দেন এবং জাতীয়স্তরে লড়াই করেন৷ ২০০০ সালে গোয়ার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন৷ অত্যন্ত দক্ষ হাতে রাজ্য সামলেছেন৷ সেসময় গোয়ার বেশ উন্নতি হয়েছিল৷ ২০১৪ সালে বিজেপি তথা এনডিএ জোট দেশের ক্ষমতায় আসার পর পারিকরকে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব দেন নরেন্দ্র মোদি৷ প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তাঁর পারফরম্যান্স একেবারে অন্য পর্যায়ের ছিল৷ এরপর ২০১৭-এ ফের গোয়ার নির্বাচনে তাঁকে মুখ্যমন্ত্রী করা হয়৷ প্রতিরক্ষা মন্ত্রক থেকে ইস্তফা দিয়ে ফের রাজ্যের দায়িত্ব নেন পারিকর৷ সেসময় সরকার গঠনে কংগ্রেসের বিরোধিতায় কম ঝক্কি পোহাতে হয়নি৷ তা সত্ত্বেও বিজেপি নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে সরকারে ফেরে৷

এই সময় থেকেই অসুস্থ হতে থাকেন মনোহর পারিকর৷ অনেক সময়ে অসুস্থতা নিয়েই প্রশাসক হিসেবে কাজ করেছেন৷ হাসপাতালে ভরতি থাকাকালীন সেখানেই মন্ত্রীদের ডেকে জরুরি বৈঠক করে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন৷ শরীর সুস্থ না হওয়া সত্ত্বেও বাজেট পেশের আগে হাসপাতাল থেকে তড়িঘড়ি ফিরেছেন বিধানসভায়৷ নাকে অক্সিজেনের নল, হাতে স্যালাইন – এরকম বহু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় অনুগামীদের উদ্বেগ বেড়েছে৷ আর বারবারই ‘ভাল আছি’ বলে কর্মী, সমর্থকদের উৎসাহিত করার চেষ্টা করেছেন প্রাণশক্তিতে ভরপুর ৬৩ বছরের এই নেতা৷  কিন্তু শেষপর্যন্ত সেই প্রাণশক্তি ফুরিয়ে গেল৷ মুখ্যমন্ত্রী থাকাকালীনই প্রয়াত হলেন মনোহর পারিকর৷ টুইটারে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Saddened at the passing away of Goa Chief Minister Manohar Parrikar ji. He patiently endured his illness. Condolences to his family and his admirers

— Mamata Banerjee (@MamataOfficial) March 17, 2019

The post প্রয়াত গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকর, শোকের ছায়া রাজনৈতিক মহলে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement