shono
Advertisement

‘স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, লকডাউন ১৫দিন বাড়ানো উচিত’, কথোপকথন প্রকাশ গোয়ার মুখ্যমন্ত্রীর

আর কী কথা হয়েছে অমিত শাহর সঙ্গে, তাও জানালেন প্রমোদ সাওয়ান্ত। The post ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, লকডাউন ১৫দিন বাড়ানো উচিত’, কথোপকথন প্রকাশ গোয়ার মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 01:30 PM May 29, 2020Updated: 01:35 PM May 29, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩১ মে’র পর দেশে লকডাউন উঠে যাবে কি না, তা নিয়ে বিস্তর ফিসফাস, গুনগুন শোনা যাচ্ছে। কেউ বলছেন, পঞ্চম দফার লকডাউন ঘোষণা হতে পারে। কেউ বা লকডাউনের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানোর পক্ষে মত প্রকাশ করছেন। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে এখনও কোনও আভাসই বস্তুত মেলেনি। এই পরিস্থিতিতে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সোজাসাপটা নিজের মতামত প্রকাশ করলেন সংবাদমাধ্যমে। বললেন, তিনি মনে করেন যে আরও ১৫ দিন লকডাউনের মেয়াদ বাড়ানো উচিত। এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তাঁর ফোনে কী কথা হয়েছে, তাও জানালেন প্রমোদ সাওয়ান্ত।

Advertisement

বৃহস্পতিবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করেছিলেন। জানতে চেয়েছিলেন, ৩১ মে’র পর লকডাউন নিয়ে তাঁদের কী ভাবনা, কী পরিকল্পনা, কী মতামত। ফোন গিয়েছিল গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের কাছেও। শুক্রবার তিনি সংবাদমাধ্যমে বললেন, ”আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে ফোনে কথা বলেছি। আমার মনে হয়, লকডাউন আরও ১৫ দিন বাড়ানো উচিত। তবে আমরা বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়ার দাবিও তুলেছি। যেমন, ৫০ শতাংশ কর্মী নিয়ে রেস্তরাঁ খোলা হোক, সামাজিক দূরত্ব মেনে কাজ চলুক। অনেকে চাইছেন, জিমও খোলা হোক। এ সবই জানিয়েছি স্বরাষ্ট্রমন্ত্রীকে।”

[আরও পড়ুন: সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় বন্ধ দিল্লি-গুরুগ্রাম সীমান্ত, বিক্ষোভে শামিল শতাধিক শ্রমিকেরা]

লকডাউন বৃদ্ধির পক্ষে সওয়াল করেছেন আরও অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীই। তাঁদের সকলেরই নিজেদের মতো যুক্তি ছিল। প্রমোদ সাওয়ান্তের যুক্তি অবশ্য সরল। তাঁর মতে, দেশে করোনা সংক্রমণের গ্রাফ যেভাবে উর্ধ্বমুখী, তাতে এখনই সম্পূর্ণরূপে লকডাউন প্রত্যাহার করলে বিপদ বাড়তে পারে। কিন্তু গোয়ায় তো করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেই। তারপরও এখানে বাড়তি সচেতনতা হিসেবে পর্যটকের প্রবেশ নিষিদ্ধ এখনও। এক্ষেত্রেও গোটা দেশের কথা ভেবেই প্রমোদ সাওয়ান্তের এই পরামর্শ। তবে এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর কী কথা হয়েছে, তা সরাসরি বলে দেওয়া বেশ ইঙ্গিতবাহী বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে কি বাড়ছেই লকডাউন? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

[আরও পড়ুন: এবার রাজ্যসভায় করোনার থাবা, সিল করা হল অ্যানেক্স বিল্ডিংয়ের দু’টি তলা]

The post ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, লকডাউন ১৫দিন বাড়ানো উচিত’, কথোপকথন প্রকাশ গোয়ার মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement