shono
Advertisement

জখম মহিলাকে হাসপাতালে নিয়ে গিয়ে নজির এই মুখ্যমন্ত্রীর

পানাজির বাসস্ট্যান্ডের কাছে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনেই স্কুটারে করে যাওয়া এক মহিলাকে ধাক্কা মারে একটি গাড়ি৷ The post জখম মহিলাকে হাসপাতালে নিয়ে গিয়ে নজির এই মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 02:01 AM Nov 18, 2016Updated: 08:31 PM Nov 17, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সহায় গোয়ার মুখ্যমন্ত্রী৷ প্রাণে বাঁচলেন দুর্ঘটনাগ্রস্ত এক মহিলা৷ গুরুতর জখম ওই মহিলাকে নিজের গাড়িতে তুলে নিয়ে গেলেন গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে৷

Advertisement

বৃহস্পতিবার সকালে গোয়ার মুখ্যমন্ত্রী লক্ষীকান্ত পরশেকর-এর গাড়ি যাচ্ছিল একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে৷ পথে বিপত্তি৷ পানাজির বাসস্ট্যান্ডের কাছে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনেই স্কুটারে করে যাওয়া এক মহিলাকে ধাক্কা মারে একটি গাড়ি৷ দেরি না করে তৎক্ষণাৎ গুরুতর জখম ওই মহিলাকে নিজের গাড়িতে তুলে নেন লক্ষীকান্ত পরশেকর৷ নিজের গাড়িতেই ওই জখম মহিলাকে গোয়া মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে যান তিনি৷ প্রাণে বাঁচেন জখম ওই মহিলা৷ ঘটনার জেরে দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকে মুখ্যমন্ত্রীর কনভয়ের অন্যান্য গাড়ি৷ পানাজির পুলিশ আধিকারিক সিদ্ধানাথ শিরোদকর জানিয়েছেন, মহিলার চোট খুব গুরুতর নয়৷ তিনি সুস্থ আছেন৷ 

The post জখম মহিলাকে হাসপাতালে নিয়ে গিয়ে নজির এই মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement