shono
Advertisement

প্রবল বর্ষণে জলমগ্ন শহর, আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস

রবিবারও দিনভর চলবে ভারী থেকে মাঝারি বৃষ্টি৷ The post প্রবল বর্ষণে জলমগ্ন শহর, আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস appeared first on Sangbad Pratidin.
Posted: 07:25 PM Sep 03, 2016Updated: 01:55 PM Sep 03, 2016

স্টাফ রিপোর্টার: ফের হাজির ঘূর্ণাবর্ত৷ আর তার জেরে আগামী ৪৮ ঘণ্টায় দুই বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস৷ কয়েক দিন ধরে গুমোট গরম চলায় একটি ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরির আভাস পাচ্ছিলেন আবহাওয়াবিদরা৷ সেটাই মিলে গেল৷ শনিবার সকাল থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হয়৷ ধীরে ধীরে সেটি আরও ঘনীভূত হচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ ঘূর্ণাবর্তটি আরও ঘনীভূত হলে তা নিম্নচাপে পরিণত হবে বলে মনে করছেন আবহাওবিদরা৷ এদিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়৷ বৃষ্টি চলছে উত্তরবঙ্গেও৷ বিকেলের দিকে বৃষ্টির বেগ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে৷

Advertisement

রবিবার দিনভর চলবে ভারী থেকে মাঝারি বৃষ্টি৷ গতবার নিম্নচাপ পড়শি রাজ্য ঝাড়খণ্ডের দিকে ধেয়ে যাওয়ায় রক্ষা মিলেছিল৷ যদিও বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ায় হুগলি, হাওড়া, বাঁকুড়া-সহ একাধিক জেলায় যে বন্যা পরিস্থিতি হয়েছিল তা কাটিয়ে সবেমাত্র পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছিল৷ কিন্তু ফের নিম্নচাপের ভ্রুকুটি৷ ঘূর্ণাবর্তের জেরে জেলা প্রশাসনগুলিকে সতর্ক করা হয়েছে৷ প্রস্তুত থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকদের৷ বাঁধগুলিতে নজরদারির কাজ চলছে৷ ছুটি বাতিল করা হয়েছে সেচ দফতরের আধিকারিকদের৷ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বর্ধমান, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনায় প্রতিটি নদী বাঁধেই ২৪ ঘণ্টা টহলদারির ব্যবস্থা হয়েছে৷

জলাধারগুলিতেও বাড়ানো হয়েছে নজরদারি৷ এর আগে ভারী বৃষ্টির জেরে দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় ৬৩,০২৬ কিউসেক ও মাইথন থেকে ৫৪ হাজার কিউসেক জল ছাড়া হয়৷ দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ায় বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও হাওড়ার নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে৷ নবান্ন সূত্রে খবর, পরিস্থিতির দিকে নজর রাখতে বলা হয়েছে পুরসভাগুলিকেও৷ বৃষ্টি হলেও যাতে কোনও জায়গায় জল জমে মশার লার্ভা জন্মাতে না পারে সেদিকে নজর রাখতে বলা হয়েছে৷ এদিকে আবহাওয়াবিদদের দাবি, এখনও সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু৷ তার জেরে শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় স্বাভাবিক বর্ষার বৃষ্টি হয়েছে৷ নতুন করে ঘূর্ণাবর্ত হলে বৃষ্টির পরিমাণ বাড়বে৷ বর্ষা বিদায় নিতে আরও বেশ কিছুদিন৷ সাধারণত বর্ষা বিদায় নেওয়ার আগে বঙ্গোপসাগরে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হওয়াটা স্বাভাবিক৷

The post প্রবল বর্ষণে জলমগ্ন শহর, আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement