সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগবে না ইন্টারনেট, এবার অফলাইনেও ব্যবহার করা যাবে Google Drive। অ্যাকসেস করা যাবে ড্রাইভে রাখা পিডিএফ, ছবি ও অন্যান্য ফাইল। সংস্থার এই সিদ্ধান্ত খুশি ব্যবহারকারীরা।
আট থেকে আশি বর্তমানে কমবেশি সকলেই স্মার্ট ফোনে সরগড়। করোনা ভাইরাস (Corona Virus) যেন ফোনের উপর আরও বেশি করে নির্ভরশীল করে তুলেছে প্রত্যেককে। বহু মানুষ ঘরবন্দি, ফলে যোগাযোগের উপায় বলতে স্মার্টফোন। একইভাবে অধিকাংশ অফিসই এখন ওয়ার্ক-ফ্রম-হোম চালু করে দিয়েছে। ফলে অফিসের কাজেও মোবাইল আবশ্যক। মোবাইল ফোন ব্যবহারকারীরা প্রায় প্রত্যেকেই Google Drive ব্যবহার করে থাকেন। কারণ, ফোন থেকে যে কোনও ছবি মুছে ফেললেও তা থেকে যায় Google Drive-এ। ফলে সহজেই বহু পুরনো জিনিস মেলে হাতের মুঠোয়। তবে এতদিন এর জন্য প্রয়োজন পড়ত ইন্টারনেট।
[আরও পড়ুন:ভারতীয় আইন মেনে কড়া পদক্ষেপ, ৩০ লক্ষ ভারতীয়র অ্যাকাউন্ট নিষিদ্ধ করল WhatsApp ]
২০১৯ সালে এর অফলাইন ফিচারের বিটা টেস্টিং শুরু করে গুগল। তবে এবার সমস্ত ব্যবহারকারীদের জন্যই এই বিশেষ অফলাইন ফিচার নিয়ে হাজির হল Google। এবার ইন্টারনেট ছাড়াই অ্যাকসেস করা যাবে ড্রাইভে রাখা পিডিএফ, ছবি ও অন্যান্য ফাইল। নিশ্চয়ই ভাবছে কীভাবে?
অফলাইনে ড্রাইভ অ্যাকসেস করার জন্য প্রথমে কম্পিউটারে ইনস্টল করতে হবে Google Drive অ্যাপটি। এরপরই পাওয়া যাবে অফলাইন অ্যাকসেস অপশন। এরপর সাপোর্টেড ফাইল অপশনে ক্লিক করার পর পেয়ে যাবেন অ্যাভেলেবল অফলাইন অপশন। সেটিকে বেছে নেওয়ার পরই অফলাইনে অ্যাকসেস করতে পারবেন Google Drive।উল্লেখ্য, গুগুল স্টোরেজ ব্যবহারের জন্য বর্তমানে দিতে হয় টাকা। তবে ১৫ জিবি পর্যন্ত কোনও টাকা লাগে না। অর্থাৎ তবে তার বেশি ব্যবহারের ক্ষেত্রে মাসে গুনতে হয় ১৪৬ টাকা। সারাবছরের জন্য ১৪৬৪ টাকা।