সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্থানীয়দের বিক্ষোভ, বিরোধীদের কটাক্ষ কোনও কিছুকেই তোয়াক্কা করল না কেন্দ্র। নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি জেলায় ফের বাড়িয়ে দেওয়া হল সেনার বিশেষ অধিকার আইন বা আফস্পার (AFSPA) মেয়াদ। আগামী ৬ মাসের জন্য ওই এলাকাগুলিকে ফের 'উপদ্রুত' এলাকা হিসাবে চিহ্নিত করল কেন্দ্র।
কেন্দ্রের তরফে বিবৃতি দিয়ে নাগাল্যান্ডের আট জেলা, অন্য পাঁচ জেলার ২২টি থানা এলাকাকে উপদ্রুত এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে। যে আট জেলা পুরোপুরি আফস্পার অধীনে পড়ছে সেগুলি হল ডিমাপুর, নিউল্যান্ড, চুমুউকেডিমা, মন, খিপিরে, নোকলাক, ফেক এবং পেরেন। একই সঙ্গে অরুণাচল প্রদেশের ৩ জেলাতেও একই ভাবে আফস্পার মেয়াদ বাড়ানো হয়েছে। ২০২১ সালে নাগাল্যান্ডের মন জেলায় সেনা আধিকারিকদের গুলিতে ১৩ জন নিরীহ নাগরিকের মৃত্যুর পর নতুন করে আফস্পা প্রত্যাহারের দাবি জোরাল হয়।
অবশ্য উত্তর-পূর্ব ভারত থেকে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা (AFSPA) প্রত্যাহারের দাবি আজকের নয়, দীর্ঘ সময়ের। সাধারণ নাগরিকের নিরাপত্তার নামে সেনাবাহিনী তাঁদের উপর অকথ্য নির্যাতন করে বলে প্রায়শয়ই অভিযোগ ওঠে। নয়ের দশক থেকে অসম, নাগাল্যান্ড-সহ উত্তরপূর্ব ভারতের প্রায় সবকটি রাজ্যের বিস্তীর্ণ এলাকাকে ‘উপদ্রুত এলাকা’ হিসাবে চিহ্নিত করে সেখানে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা প্রয়োগ করার অধিকার দিয়েছে কেন্দ্র।
প্রতি ছ’মাস অন্তর অন্তর এই আফস্পার মেয়াদ বৃদ্ধি হয়। বছর দুই আগে আফস্পার প্রয়োজনীয়তা খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Home ministry) অধীনে ৪৫ সদস্যের একটি কমিটিও গড়া হয়েছিল। কিন্তু কোনওরকম চিন্তাভাবনায় না গিয়ে আগের মতোই ফের নাগাল্যান্ড এবং অরুণাচলে বাড়িয়ে দেওয়া হল এই বিতর্কিত আইনের মেয়াদ।