shono
Advertisement

অবস্থা ভাল নয়! ভাঙা পড়তে পারে টালা ব্রিজের দুর্বল অংশ

নবান্নকে সুপারিশ বিশেষজ্ঞ সংস্থা ‘রাইটস’-এর৷ The post অবস্থা ভাল নয়! ভাঙা পড়তে পারে টালা ব্রিজের দুর্বল অংশ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:04 PM Sep 25, 2019Updated: 07:04 PM Sep 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবস্থা ভাল নয়৷ ভেঙে ফেলতে হবে টালা ব্রিজের দুর্বল অংশ৷ সাম্প্রতিক রিপোর্টে রাজ্য প্রশাসনকে এই সুপারিশ দিল বিশেষজ্ঞ সংস্থা ‘রাইটস’৷ নবান্ন সূত্রে খবর, এই মর্মে আগামিকাল মুখ্যসচিবের নেতৃত্বে একটি বৈঠক হয়েছে৷ সেই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷ 

Advertisement

[ আরও পড়ুন: ‘কোথায় রাজীব?’, গোয়েন্দা প্রধানের খোঁজে ফের ডিজিকে চিঠি সিবিআইয়ের ]

জানা গিয়েছে, রাইটসের সুপারিশের পরেও আরও একটি বিশেষজ্ঞ সংস্থার পরামর্শ নিতে চাইছে রাজ্য সরকার৷ তারাও ভেঙে ফেলার পরামর্শ দিলে, তখন বিকল্প পথ ভাবা হবে৷ বৃহত্তর কলকাতার সঙ্গে মূল কলকাতার সংযোগকারী এই ব্রিজের একটা অংশ ভাঙার কাজ শুরু হলে, স্বভাবতই উত্তর ও মধ্য কলকাতায় প্রবল যানজট তৈরির আশঙ্কা থাকছে৷ এবং একই সঙ্গে বিটি রোড দিয়ে টালা ব্রিজ মারফত যে গাড়িগুলি শ্যামবাজার বা বাগবাজারে আসে, তাদের জন্য বিকল্প পথের ব্যবস্থা করতে হবে প্রশাসনকে৷ ফলে ইতিমধ্যে সেই চিন্তা ভাবাতে শুরু করেছে পুলিশ শীর্ষ আধিকারিকদের৷ সূত্রের খবর, শিয়রে পুজো থাকায়, এখনই সেই কাজে হাত দিতে চাইছে না প্রশাসন৷ পুজো মিটলে বিষয়টি ভেবে দেখতে চাইছেন অফিসাররা৷  

[ আরও পড়ুন: মেট্রো চড়েই পুজো পরিক্রমা? জেনে নিন এই নয়া নিয়ম ]

উল্লেখ্য, মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর থেকেই শহরের বিভিন্ন সেতু ও উড়ালপুলের দুরবস্থা নিয়ে অভিযোগ ওঠে। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সরকারি সংস্থার তরফে সেতু ও উড়ালপুলগুলির স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়। টালা ব্রিজ অর্থাৎ হেমন্ত সেতুর স্বাস্থ্য নিয়েও হতাশাজনক রিপোর্ট দেয় বিশেষজ্ঞ সংস্থা৷ রিপোর্টে জানান হয়, টালা ব্রিজের অবস্থা ভাল নয়। ভারী পণ্যবাহী ট্রাক ও ভারী যান চলাচলের কারণে সেতুর অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। এর আগে শহরের একাধিক সেতুর স্বাস্থ্য পরীক্ষা করেছেন বিশেষজ্ঞরা৷ কয়েকদিন বন্ধ রেখে সেই সেতু ও উড়ালপুলগুলির স্বাস্থ্য পরীক্ষা চালানো হয়৷ সেই রিপোর্ট নবান্নের হাতে তুলে দেন বিশেষজ্ঞরা৷  

 

The post অবস্থা ভাল নয়! ভাঙা পড়তে পারে টালা ব্রিজের দুর্বল অংশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার