shono
Advertisement

Breaking News

সাবমেরিন নির্মাণে ৬০ হাজার কোটি টাকার চুক্তিতে সবুজ সঙ্কেত কেন্দ্রের

দেশের জলসীমাকে নিরাপদ রাখতে আসছে অত্যাধুনিক ডুবোজাহাজ৷ The post সাবমেরিন নির্মাণে ৬০ হাজার কোটি টাকার চুক্তিতে সবুজ সঙ্কেত কেন্দ্রের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:12 PM Jun 11, 2017Updated: 02:22 PM Oct 12, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর নয়া উদ্যোগ নরেন্দ্র মোদির সরকারের৷ দেশের জলসীমাকে নিরাপদ রাখতে ৬০ হাজার কোটি টাকার সাবমেরিন প্রোগ্রামকে সবুজ সঙ্কেত দিল অরুণ জেটলির প্রতিরক্ষা মন্ত্রক৷ দেশের অন্দরেই প্রতিরক্ষা সংক্রান্ত যন্ত্রপাতি নির্মাণে এই প্রোগ্রাম বিশেষভাবে সাহায্য করবে বলে আশা বিশেষজ্ঞদের৷

Advertisement

[সীমান্তে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার, পাল্টা জবাব ভারতের]

গতমাসেই বেশ কয়েকটি বেসরকারি সংস্থার সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ গড়ে তুলতে নয়া চুক্তি সেরেছে কেন্দ্র৷ এই নয়া উদ্যোগ ওই চুক্তিরই ফসল৷ এখনও পর্যন্ত রিলায়েন্স ডিফেন্স ও লারসেন অ্যান্ড টার্বোর সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত যন্ত্রপাতি গড়তে কেন্দ্রীয় সরকার চুক্তিবদ্ধ হয়েছে৷ পাশাপাশি ফরেন অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্সদেরও (OEM) এই প্রকল্পে অন্তর্ভুক্ত করার কথা ভাবনাচিন্তা করা হচ্ছে৷

ভারতীয় নৌসেনার ‘প্রজেক্ট ৭৫’-এর অধীনে ছ’টি স্করপিয়ন ক্লাস সাবমেরিন তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে৷ ফ্রান্সের নৌবাহিনী ও প্রতিরক্ষা সংস্থা DCNS-এর কারিগরী সহায়তায় মুম্বইয়ের মাজাগাঁও ডকে সাবমেরিনগুলি তৈরির কাজ পুরোদমে চলছে৷ সম্প্রতি বেশ কয়েকটি বেসরকারি সংস্থা ভারতের প্রতিরক্ষার জন্য সাবমেরিন ও যুদ্ধবিমান তৈরিতে আগ্রহ দেখিয়েছে৷ কিন্তু এখনও পর্যন্ত শিকে ছিঁড়েছে অল্প কয়েকটি সংস্থার কপালেই৷ প্রতিরক্ষা খাতে ৪৯ শতাংশ এফডিআই বেঁধে দেওয়ায় এখনও সামরিক সরঞ্জাম তৈরিতে দেশীয় সংস্থাগুলিই দাদাগিরি দেখাতে পারছে৷ তবে নয়া প্রকল্পে অত্যাধুনিক সাবমেরিন, ফাইটার জেট তৈরির জন্য দেশীয় সংস্থাগুলি শীর্ষস্থানীয় বিদেশি সংস্থার কাছ থেকে প্রযুক্তির আমদানি করার ছাড়পত্র পেতে পারে৷

[যেখানেই লুকিয়ে থাক জঙ্গি, ঠিক খুঁজে বের করে দেবে এই রাডার]

The post সাবমেরিন নির্মাণে ৬০ হাজার কোটি টাকার চুক্তিতে সবুজ সঙ্কেত কেন্দ্রের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement