সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাশলেস লেনদেনে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ডিজিটাল লেনদেনে একগুচ্ছ ছাড়েরও ঘোষণা করা হয়েছে৷ কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনও এ ব্যাপারে ততটা ওয়াকিবহাল নয়৷ অনেকেই বুঝে উঠতে পারছেন না, ঠিক কীভাবে নগদহীন লেনদেনের পথে হাঁটা যায়৷ আর এ সমস্যা মেটাতেই এবার টোল ফ্রি হেল্পলাইন নিয়ে আসছে কেন্দ্র৷ এখন ১৪৪৪ নম্বরে ফোন করলেই যাবতীয় সমস্যার সুরাহা হবে৷
আগামী সপ্তাহের মধ্যেই এই হেল্পলাইন নম্বর চালু করার ভাবনা নিয়েছে সরকার৷ ন্যাসকমের কাছ থেকে এ ব্যাপারে সহায়তাও চাওয়া হয়েছে৷ আম আদমির অসুবিধা দূর করতেই এই চেষ্টা৷ এই নম্বর চালু হলে যে কেউ জেনে নিতে পারবেন ঠিক কীভাবে এই কাজ করা যায়৷ ফিচার ফোন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড ইত্যাদি ডিজিটাল লেনদেনে জরুরি৷ প্রত্যেকের কাছেই যে এগুলি আছে তেমনটা নয়৷ তাই ধন্দ জেগেছে অনেকের মনে৷ এই হেল্পলাইন সেই মুশকিল মেটাবে৷ বিভিন্ন উপায়ে কীভাবে নগদহীন লেনদেন করা যায় তা এবার ফোনেই শুনে নিতে পারবেন কেউ৷ তার উপর ভিত্তি করে সহজেই এইভাবে লেনদেন করতে পারবেন৷ জনগণের মধ্যে সচেতনতা ছড়াতে ও ক্যাশলেশ লেনদেনের অসুবিধা দূর করতেই কেন্দ্রর এই পদক্ষেপ৷
The post ক্যাশলেস লেনদেনের সমস্যা মিটবে ১৪৪৪৪ নম্বরে ফোন করলেই appeared first on Sangbad Pratidin.