shono
Advertisement

‘পুলিশ-প্রশাসনকে রাজনীতির খাঁচা মুক্ত করুন’, ফের টুইটে মুখ্যমন্ত্রীকে খোঁচা ধনকড়ের

আর কী বললেন রাজ্যপাল? The post ‘পুলিশ-প্রশাসনকে রাজনীতির খাঁচা মুক্ত করুন’, ফের টুইটে মুখ্যমন্ত্রীকে খোঁচা ধনকড়ের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:25 PM Aug 23, 2020Updated: 01:27 PM Aug 23, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের টুইটে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বললেন, “রাজ্যে পুলিশ-প্রশাসন রাজনীতির খাঁচায় বন্দী। মুখ্যমন্ত্রী প্রশাসনকে মুক্ত করুন।” রাজ্যপালের এই টুইট নিয়েই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Advertisement

রবিবার সকালেই পরপর দুটি টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানেই লেখেন, “রাজ্যে পুলিশ-প্রশাসন রাজনীতির খাঁচায় বন্দী। মুখ্যমন্ত্রী প্রশাসনকে মুক্ত করুন। দুর্ভাগ্যজনক যে, পুলিশ এবং প্রশাসন সবসময় শাসকপক্ষের দরজায়।” আরেকটি টুইটে ধনকড় লেখেন, “গণতন্ত্র এবং আইনের ভূমিকায় এ এক বড় আঘাত। রাজনৈতিক-প্রতিশ্রুত পুলিশ-প্রশাসন মৃত গণতন্ত্রের দৃষ্টান্ত। সরকারী কর্মীরা রাজনৈতিক কর্মী নন।”

 

[আরও পড়ুন: বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা সারা, ৩-৪ দিনের মধ্যেই রাজনীতিতে ফিরছেন তথাগত রায়!]

পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেনন রাজ্যপাল। সম্প্রতি বিশ্বভারতী ইস্যুতেও আইন ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শাসকদলের আচরণের তীব্র নিন্দাও করেছিলেন। বিশ্বভারতীর মতো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে এহেন ঘটনায় দুঃখ প্রকাশও করেছিলেন। এরপরই এদিন টুইটে ফের পুলিশ-প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করলেন ধনকড়। 

 

[আরও পড়ুন:সাবেকি স্বর বাদ, একুশের আগে যুবসমাজকে কাছে টানতে নতুন স্লোগানে শান দিচ্ছে সিপিএম]

The post ‘পুলিশ-প্রশাসনকে রাজনীতির খাঁচা মুক্ত করুন’, ফের টুইটে মুখ্যমন্ত্রীকে খোঁচা ধনকড়ের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement