সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। হুইলচেয়ারে করে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন গোবিন্দা (Govinda)। কীভাবে এই ঘটনা ঘটল? গুলি লাগার পর কী হাল হয়েছিল তাঁর? সবটাই জানালেন বলিউডের 'হিরো নম্বর ১'।
এদিন হুইলচেয়ারে বসেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গোবিন্দা। তারকা জানান, একটি অনুষ্ঠানের জন্য তাঁর কলকাতায় আসার কথা ছিল। ভোরবেলা ছিল ফ্লাইট। তা ধরার জন্য ঘর থেকে বেরোনোর আগেই এই দুর্ঘটনা ঘটে যায়। অভিনেতা বলেন, "আমার যেন একটা ঝটকা লাগল। কী হল? নিচে তাকিয়ে দেখলাম গলগল করে রক্ত বেরোচ্ছে। আমি ভাবলাম আর কাউকে এর মধ্যে জড়িয়ে লাভ নেই। কাউকে কোনও কষ্ট না দেব না। যা কিছু করার করে ডা. আগরওয়ালের কাছে চলে এসেছিলাম।"
গত মঙ্গলবার অর্থাৎ পয়লা অক্টোবর গোবিন্দার গুলি লাগার খবর প্রকাশ্যে আসে। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। অস্ত্রোপচার করে তারকার পা থেকে গুলি বের করেন চিকিৎসকরা। অনেকটা রক্তক্ষরণ হওয়ায় আইসিইউতেও ছিলেন তিনি। বৃহস্পতিবারই গোবিন্দার শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ায় তাঁকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়। স্ত্রী সুনীতা জানিয়েছিলেন শুক্রবার অভিনেতাকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে সব ঠিক থাকলে। তাই-ই হল।
হাসপাতাল থেকে গোবিন্দা ছাড়া পেতেই স্বামীর জীবনীশক্তিকে কুর্নিশ জানান সুনীতা। "চিকিৎসকের পরামর্শ মেনে আগামী ৬ সপ্তাহ ওকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। তাই বাড়িতে কাউকে খুব একটা আসতে দেব না। কারণ, ক্ষতস্থানে সংক্রমণের আশঙ্কা রয়েছে। তাই ওঁকে এখন বিশ্রাম নিতে হবে", বলেন তিনি। এদিকে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। শোনা গিয়েছে, গোবিন্দা ও তাঁর পরিবারের কয়েকজন সদস্যের বয়ানও রেকর্ড করা হয়েছে।