shono
Advertisement

বাতিল ১১ লক্ষ প্যান কার্ড, আপনারটি বৈধ আছে তো?

আপনার প্যান কার্ডের বৈধতা জেনে নিতে পারবেন এই লিঙ্ক থেকেই। The post বাতিল ১১ লক্ষ প্যান কার্ড, আপনারটি বৈধ আছে তো? appeared first on Sangbad Pratidin.
Posted: 08:40 AM Aug 08, 2017Updated: 03:10 AM Aug 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যান ও আধার যোগ করার ফরমান দিয়েছিল কেন্দ্র। বহু মানুষ হুড়মুড়িয়ে তা করেওছিলেন। কিন্তু অনেকেই আবার তা করেননি। এর মধ্যেই বাতিল হয়েছে প্রায় ১১ লক্ষ প্যান কার্ড। সম্প্রতি এমনটাই জানিয়েছেন অর্থদপ্তরের রাষ্ট্রমন্ত্রী সন্তোষ কুমার গ্যাংওয়ার।

Advertisement

রাজ্যসভায় এক লিখিত বিবৃতিতে তিনি জানান, চলতি বছরের ২৭ জুলাই পর্যন্ত ডিঅ্যাক্টিভেট করা হয়েছে ১১,৪৪,২১১টি প্যান কার্ড। তাহলে আপনারটি বৈধ আছে তো? এ প্রশ্ন ওঠা স্বাভাবিক। কার্ড বৈধ আছে কিনা, তা দেখে নেওয়ার উপায়ও আছে। তবে কেন এত সংখ্যক কার্ড বাতিল হয়েছে তার ব্যাখ্যাও দিয়েছেন মন্ত্রী। তিনি জানিয়েছেন, এক ব্যক্তির নামে একাধিক কার্ড ইস্যু হয়ে থাকলে সেগুলিকে বাতিল করা হয়েছে। এই কাজ করা আইনত দণ্ডনীয়। আয়কর আইনের ২৭২বি ধারা অনুযায়ী এক ব্যক্তির নামে একাধিক প্যান কার্ড থাকলে ১০,০০০ টাকা জরিমানা ধার্য করা হয়। এ ব্যাপারেই এবার কড়া পদক্ষেপ নিয়ে প্যান বাতিলের পথে হাঁটল কেন্দ্র।

আপনার প্যানটি বৈধ আছে কি না, তা কীভাবে জানবেন?

প্রথমে এখানে  ক্লিক করুন।

ফর্ম পূরণ করার পর আপনার মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে।

ওটিপি-টি নির্ধারিত জায়গায় লিখে সাবমিট করুন।

এরপরই জানিয়ে দেওয়া হবে, আপনার প্যানটি বৈধ আছে নাকি ডিঅ্যাক্টিভেট করা হয়েছে।

 

The post বাতিল ১১ লক্ষ প্যান কার্ড, আপনারটি বৈধ আছে তো? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার