সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝেরহাট কাণ্ডের তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করল রাজ্য সরকার। কমিটির নেতৃত্বে মুখ্যসচিব মলয় দে। ঘটনার ফরেনসিক তদন্ত করা হবে। এই সেতু বিপর্যয়ের ঘটনা মারা গিয়েছেন একজন। মৃতের নাম সৌমেন বাগ। বেহালা শীলপাড়ার বাসিন্দা তিনি। মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রাজ্য সরকার। ৫০ হাজার টাকা করে দেওয়া হবে আহতদের।
[ব্রিজ কাণ্ডের তদন্ত হওয়া দরকার, ঘটনাস্থলে গিয়ে মন্তব্য রাজ্যপালের]
শহরের জনবহুল এলাকার বেহাল সেতু। দিনভর গাড়ি চলাচলের বিরাম নেই। ফলে যা হওয়ার, তাই হয়েছে। তেমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, মাঝেরহাট সেতুর রক্ষণাবেক্ষণের দিকে নজর ছিল না প্রশাসনের। পিলারগুলি দুর্বল হয়ে পড়েছিল। এমনকী, সেতুর কয়েকটি অংশে পিলারের গায়ে শ্যাওলাও পড়ে গিয়েছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতে যখন মাঝেরহাট সেতুর উপর দিয়ে ভারী ট্রাক যেত, তখন সেতুটি রীতিমতো কাঁপত। এদিকে আবার এই সেতুর পাশ দিয়ে মেট্রো লাইন বসানোর কাজ চলছিল। কেউ কেউ বলছেন, মেট্রো প্রকল্পে মাটির কাটার জন্য যথেষ্ট ভাইব্রেটর ব্যবহার করা হয়েছিল। তারজেরেই আলগা হয়ে যায় মাটির। মাঝেরহাট কাণ্ডে এমন তত্ত্ব উঠে আসছে। কিন্তু, ঠিক কী কারণে বেঙে পড়ল সেতুটি? কারণ অনুসন্ধান করতে মুখ্যসচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করল রাজ্য সরকার। মাঝেরহাট কাণ্ডের ফরেনসিক তদন্তও হবে। যাঁরা আহত হয়েছেন, তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। তাঁদের চিকিৎসার খরচও সরকার বহন করবে বলে জানা গিয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন উত্তরবঙ্গে। এখনও পর্যন্ত যা খবর, বুধবার ভোরের বিমানে শহরে ফিরছেন তিনি।
দেখুন গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া:
[ আতঙ্ক গ্রাস করেছে সাধারণ মানুষকে, অন্ধকার ও বৃষ্টিতে বাধাপ্রাপ্ত উদ্ধারকার্য]
The post মাঝেরহাট ব্রিজ কাণ্ডের তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন রাজ্যের appeared first on Sangbad Pratidin.