shono
Advertisement

সেতুর ভবিষ্যৎ অনিশ্চিত, মাঝেরহাট স্টেশনে লেভেল ক্রসিং তৈরির ভাবনা রাজ্যের

সোমবার রেলের সঙ্গে বৈঠক পূর্ত দপ্তরের৷ The post সেতুর ভবিষ্যৎ অনিশ্চিত, মাঝেরহাট স্টেশনে লেভেল ক্রসিং তৈরির ভাবনা রাজ্যের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:51 PM Sep 08, 2018Updated: 06:54 PM Sep 08, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন করে তৈরি করতে হলে তো কথাই নেই৷ মেরামত করতেও অনেক সময় লাগবে৷ মাঝেরহাট সেতুর ভবিষ্যৎ অনিশ্চিত৷ এদিকে সেতুভঙ্গের পর নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে৷ মাঝেরহাটে স্টেশনে লেভেল ক্রসিং বা বিকল্প রাস্তা তৈরির অনুমতি চেয়ে রেলকে চিঠি দিল রাজ্য সরকার৷ বিকল্প রাস্তা তৈরির প্রস্তাবে রেলের আপত্তি নেই বলে জানা গিয়েছে৷ সোমবার বৈঠক৷

Advertisement

[বনধে বাস ভাঙচুরে মিলবে ক্ষতিপূরণ, ঘোষণা পরিবহন দপ্তরের]

শহরের ফের সেতু বিপর্যয়৷ ভেঙে পড়েছে দক্ষিণ শহরতলির অন্যতম ব্যস্ত সেতু মাঝেরহাট ব্রিজ৷ মারা গিয়েছেন তিনজন৷ আহত কমপক্ষে ২৪ জন৷ এই ঘটনার পর শহর ও শহরতলির সেতুগুলির হালহকিকৎ নিয়ে নবান্নে জরুরি বৈঠকে করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যসচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটিও গড়ে দিয়েছেন তিনি৷ কিন্তু, ঘটনা হল, মাঝেরহাটে সেতু বিপর্যয়ে চরম হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে৷ সত্যি কথা বলতে, বেহালা-সহ দক্ষিণ কলকাতার একটি অংশের ট্রাফিক ব্যবস্থাটাই কার্যত তালগোল পাকিয়ে গিয়েছে৷ বেহালা থেকে হাওড়াগামী বাসগুলি এখন হাইড রোড দিয়ে ঘুরে খিদিরপুর যাচ্ছে৷ আর দুর্গাপুর কিংবা চেতলা ব্রিজ হয়ে বেহালা থেকে হাজরা যেতে হচ্ছে৷ অপরিসর রাস্তায় গাড়ির ভিড় বেশি৷ ফলে যানজট লেগেই আছে৷ ৪০ মিনিটের রাস্তা যেতে দু’ঘণ্টা, এমনকী তিনঘণ্টা পর্যন্ত সময় লেগে যাচ্ছে৷ এদিকে অটোচালকরা আবার যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো ভাড়া চাইছেন বলে অভিযোগ৷

নবান্ন সূত্রের খবর, মাঝেরহাট ব্রিজ ফের নতুন করে তৈরি করা তো বটেই, ভেঙে পড়া অংশ মেরামত করতেও অনেক সময় লাগবে৷ তাই আপাতত যাত্রীদের হয়রানি কমাতে বিকল্প রাস্তা তৈরি করতে চাইছে সরকার৷ প্রাথমিকভাবে ঠিক হয়েছে, মাঝেরহাট স্টেশনে লেভেল ক্রসিং তৈরি করে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হবে৷ রেলের কাছে অনুমতি চেয়ে চিঠিও পাঠিয়েছে রাজ্য৷ মাঝেরহাট স্টেশনে লেভেল ক্রসিং তৈরির প্রস্তাবে আপত্তি নেই রেলেরও৷ এদিকে শুক্রবার শহরের চারটি সেতুতে পণ্যবাহী ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ৷

[ সেতুভঙ্গে ভোগান্তি চরমে, যাত্রীদের কাছে ইচ্ছামতো ভাড়া চাইছেন অটোচালকরা]

The post সেতুর ভবিষ্যৎ অনিশ্চিত, মাঝেরহাট স্টেশনে লেভেল ক্রসিং তৈরির ভাবনা রাজ্যের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement