সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নোট বাতিলের মতো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতেও পিছপা হননি৷ নোট বাতিলের পর প্রথম বাজেট পেশ করতে এসে একইরকম সাহসের পরিচয় দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও৷ জানালেন, ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন আনতে চলেছে সরকার৷
রেলের নিরাপত্তায় ব্যাপক জোর, বাজেটে বরাদ্দ ১.৩১ লক্ষ কোটি টাকা
বিজয় মালিয়া-সহ বহু ধনকুবেরই ঋণ শোধ করতে না পেরে বিদেশে গা ঢাকা গিয়েছেন৷ এ নিয়ে রাজনৈতিকভাবে বেশ চাপানউতোর চলছিল৷ বিজয় মালিয়াকে বিপুল পরিমাণ ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগে সরব হয়েছিল বিজেপি৷ অভিযোগের তির ছিল কংগ্রেস ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরুদ্ধে৷ পাল্টা দাবি উঠেছিল যে, মালিয়ার পলায়ন বর্তমান কেন্দ্রীয় শাসকের আমলেই৷ তবে মালিয়ার মতো ঋণগ্রহিতারা যাতে আর পালাতে না পারেন তার জন্য কড়া হচ্ছে প্রশাসন৷ এদিন বাজেট পেশের সময় অর্থমন্ত্রী ঘোষণা করেন, ঋণখেলাপিদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে বিশেষ আইন আনার পরিকল্পনা আছে সরকারের৷ সংবিধান মেনেই এ আইন প্রণয়ন করা হবে জানান জেটলি৷ ঋণখেলাপের দায়ে সরকারকে যে আর্থিক লোকসানের মুখে পড়তে হয়, নয়া আইনে তা অনেকটাই পূরণ হবে বলে ধারণা বিশেষজ্ঞদের৷
বাজেটে স্বস্তি মধ্যবিত্তের, ২.৫ থেকে ৫ লক্ষ পর্যন্ত উপার্জনে কর কমল ৫%
The post বাজেটে ধাক্কা মালিয়াদের, ঋণখেলাপিদের সম্পত্তি বাজেয়াপ্তে আসছে নতুন আইন appeared first on Sangbad Pratidin.