সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অঙ্গদানের নজির গড়ল শহর কলকাতা৷ ব্রেন ডেড হওয়া চিৎপুরের বাসিন্দা বছর ৫৫-র অদিতি সিনহার অঙ্গ পেলেন দুই রোগী৷ লিভার ও একটি কিডনি প্রতিস্থাপিত করা হয় নদীয়ার বাদকুল্লার বাসিন্দা ৫২ বছরের চণ্ডীচরণ ঘোষ ও ঊষা পারেখের শরীরে৷ অ্যাপোলো হাসপাতালেই একটি কিডনি প্রতিস্থাপন করা হয় ঊষা পারেখ নামে এক রোগীর দেহে৷ পরে বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ অ্যাপোলো নার্সিংহোম থেকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ব্রেন ডেড হওয়া রোগীর অঙ্গ৷ মাত্র ১৩ মিনিটে গ্রিন করিডরের মাধ্যমে সল্টলেকের অ্যাপোলো নার্সিংহোম থেকে লিভার আনানোর ব্যবস্থা করা হয় এসএসকেএমে৷ লিভার পৌঁছাতেই শুরু হয় অস্ত্রোপচারের কাজ৷ হাসপাতাল সূত্রে খবর, অঙ্গ প্রতিস্থাপন হওয়া দুই রোগীর অবস্থা স্থিতিশীল৷ তবে, ৪৮ ঘণ্টা না কাটলে এখনও বিপদমুক্ত নন দুই রোগী৷ দু’জনকেই বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে খবর৷
[ফাঁস বিস্ফোরক তথ্য, যৌনকেচ্ছা ও ঘুষ মামলায় জেরবার ট্রাম্প]
হাসপাতাল সূত্রে খবর, খড়দহের বাসিন্দা অদিতি সিনহার ব্রেন ডেথ হওয়ার পর চিকিৎসকদের পরামর্শে অঙ্গদানের সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা৷ লিভার, কিডনি ও কর্নিয়া দান করা হয়৷ নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে যোগাযোগ করা হয় বিভিন্ন হাসপাতালে৷ সাড়া দেয় এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ৷ তড়িঘড়ি অঙ্গ প্রতিস্থাপনের ব্যবস্থা করা হয়৷ শহর কলকাতার নামী নার্সিংহোম থেকে খোদ সরকারি হাসপাতালে অদিতি দেবীর লিভার প্রতিস্থাপিত করা হয় নদীয়ার বাসিন্দা চণ্ডীচরণ ঘোষের দেহে৷ লিভার প্রতিস্থাপনের ব্যবস্থা করা হলেও এখনও কিডনি ও কর্নিয়া দানের জন্য বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার কাজ শুরু করেছে অ্যাপোলো কর্তৃপক্ষ৷ এদিন অ্যাপোলো হাসপাতালেই একটি কিডনি প্রতিস্থাপন করা হয় ঊষা পারেখ নামে এক রোগীর শরীরে।
গত ১৮ আগস্ট বছর ১৫-র কিশোরী শিলিগুড়ির মল্লিকা মজুমদারের অঙ্গ প্রতিষ্ঠাপিত হয় তিন রোগীর দেহে৷ এসএসকেএম ও এক বেসরকারি হাসপাতালের যৌথ উদ্যোগে হায়দরাবাদি গ্রহীতার দেহে প্রতিস্থাপিত হয় কিশোরীর লিভার। খড়দহ এবং সোদপুরের দুই গ্রহীতা পান কিডনি৷ যদিও, পরে এক রোগীর মৃত্যু হয়৷ এছাড়াও সংরক্ষণ করা হয় ব্রেন ডেথ হওয়া কিশোরীর ত্বক এবং চোখ৷ যদিও, হৃদপিণ্ডের কোনও গ্রহীতা না পাওয়া যাওয়ায় তা প্রতিস্থাপন করা সম্ভব হয়নি৷ ওই দিনও গভীর রাতে এসএসকেএম থেকে গ্রিন করিডর করে লিভার নিয়ে আসা হয় ওই বেসরকারি হাসপাতালে৷
[প্রয়াত বিশিষ্ট সাংবাদিক কুলদীপ নায়ার, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর]