সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতত বেতন ফেরত দিতে হবে না গ্রুপ ডি-র চাকরিহারাদের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশিকার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ এসএসসির গ্রুপ ডির ১ হাজার ৯১১ কর্মীর চাকরি গিয়েছে। বেতন ফেরতের নির্দেশও দেওয়া হয়েছিল। সেই নির্দেশের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন তারা। ২৭ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। ততদিন চাকরিহারাদের বেতন ফেরত দিতে হবে না।
২৪ ঘণ্টার মধ্যে চাকরিহারাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশের উপর সাময়িক স্থগিতাদেশ জারি হলেও সিঙ্গল বেঞ্চের অন্য কোনও রায়ের উপর কোনও স্থগিতাদেশ নেই। ফলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুসারে, এসএসসির কাউন্সেলিং চলবে। যোগ্য প্রার্থীদের নিয়োগে কোনও সমস্যা থাকছে না বলেই দাবি আইনজীবীদের।
[আরও পড়ুন: ১২ বছর খাঁচাবন্দি, তবুও অন্তঃসত্ত্বা স্ত্রী গিবন! কোন পথে সঙ্গম জেনে তাজ্জব চিড়িয়াখানা কর্তৃপক্ষ]
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি গিয়েছে গ্রুপ ডি-র (Group D) ১ হাজার ৯১১ জন কর্মীর। চাকরি বাতিলের নির্দেশকে চ্য়ালেঞ্জ করে তাঁরা হাই কোর্টে পালটা মামলা করেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় ‘অযোগ্য’ কর্মীদের বেতন ফেরতেরও নির্দেশ দিয়েছিলেন। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন।
আদালতে গ্রুপ ডি-র কর্মীদের সওয়াল, তাঁরা গত ৫ বছর ধরে চাকরি করছেন। চাকরি পাওয়ার পর যথাযথ শ্রম দিয়েছেন, তাহলে এখন কেন বেতন ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে? এই শুনানি শেষে বেতন ফেরতের নির্দেশে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ।