shono
Advertisement
GST

বাড়ছে সুখটানের দাম! তামাকজাত দ্রব্যে ৩৫ শতাংশ জিএসটির প্রস্তাব

দাম বাড়তে চলেছে কোল্ড ড্রিঙ্কসের।
Published By: Amit Kumar DasPosted: 11:38 AM Dec 03, 2024Updated: 12:20 PM Dec 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিগারেটে 'সুখটান' এবার বহুমূল্য হতে চলেছে। শুধু সিগারেট নয়, তামাকজাত অন্যান্য দ্রব্য এমনকী কোল্ড ড্রিঙ্কসের দাম একধাক্কায় বেড়ে যেতে চলেছে অনেকখানি। এই সব দ্রব্যের উপর ৩৫ শতাংশ জিএসটি বসানোর প্রস্তাব দিল মন্ত্রিগোষ্ঠী। বর্তমানে এইসব পণ্যের উপর ২৮ শতাংশ জিএসটি লাগু রয়েছে। তা বাড়িয়ে ৩৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ২১ ডিসেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠকে।

Advertisement

বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরির নেতৃত্বে সম্প্রতি কেন্দ্রের মন্ত্রিগোষ্ঠীর বৈঠক হয়। সেখানে ১৪৮টি পণ্যের উপর জিএসটি পরিবর্তনের বিষয়ে পর্যালোচনা করা হয়। যে সব পণ্যে শারীরিক ও মানসিক ক্ষতি হয় সেই পণ্যের জিএসটি বাড়িয়ে অন্যান্য প্রয়োজনীয় পণ্যের জিএসটি কমানোর কথা উঠে আসে। বর্তমানে চারটি স্তরে রয়েছে জিএসটি কাঠামো। এগুলি হল, ৫, ১২, ১৮ এবং ২৪। মূলত বিলাসবহুল সামগ্রী ও নেশার সামগ্রীতে সর্বাধিক কর চাপানো হয়। সেই মতো তামাকজাত দ্রব্যে ২৮ শতাংশ সিএসটি লাগু রয়েছে। এটাই এবার বেড়ে যেতে পারে এক ধাক্কায়।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, মন্ত্রিগোষ্ঠীর এই বৈঠকে এও বলা হয়েছে, প্যাকেটজাত পানীয় জল (২০ লিটার এবং তার বেশি)- এর ক্ষেত্রে জিএসটি কমানো হোক। বর্তমানে এখানে ১৮ শতাংশ জিএসটি রয়েছে তা কমিয়ে ৫ শতাংশ করার কথা বলা হয়েছে। এক্সারসাইজ নোটবুকের উপর জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ ও ১৫ হাজার টাকার বেশি দামের জুতোর উপরে জিএসটি ১৮ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করার প্রস্তাব উঠেছে।

উল্লেখ্য, আগামী ২১ ডিসেম্বর রাজস্থানের জয়সলমেঢ়ে রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন নির্মলা সীতারমণ। জিএসটি কাউন্সিলের সেই বৈঠকে মন্ত্রিগোষ্ঠীর প্রস্তাবিত রিপোর্ট পেশ হবে। সেখানেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সিগারেট, তামাকজাত অন্যান্য দ্রব্য এমনকী কোল্ড ড্রিঙ্কসের দাম একধাক্কায় বেড়ে যেতে চলেছে অনেকখানি।
  • এই সব দ্রব্যের উপর ৩৫ শতাংশ জিএসটি বসানোর প্রস্তাব দিল মন্ত্রিগোষ্ঠী।
  • র্তমানে এইসব পণ্যের উপর ২৮ শতাংশ জিএসটি লাগু রয়েছে।
Advertisement