shono
Advertisement

Breaking News

অতিথিদের জন্য খুলল অস্ট্রেলিয়ার প্রথম নগ্ন রেস্তোরাঁ

পথ দেখিয়েছিল লন্ডন৷ তাই সাহস করে সেই পথে অগ্রসর হল অস্ট্রেলিয়ায়৷ মেলবোর্নে খুলল ক্যাঙারুর দেশের প্রথম নগ্ন রেস্তোরাঁ৷ The post অতিথিদের জন্য খুলল অস্ট্রেলিয়ার প্রথম নগ্ন রেস্তোরাঁ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:08 PM May 28, 2016Updated: 02:55 PM Jun 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দেখিয়েছিল লন্ডন৷ তাই সাহস করে সেই পথে অগ্রসর হল অস্ট্রেলিয়ায়৷ মেলবোর্নে খুলল ক্যাঙারুর দেশের প্রথম নগ্ন রেস্তোরাঁ৷ নাম দেওয়া হয়েছে ‘দ্য নোবেল এক্সপেরিমেন্ট’৷

Advertisement

যৌনতাকে ছাপিয়ে খোলা মনে নগ্নতা স্বাগত জানাতেই এই উদ্যোগ নিয়েছেন অ্যান্টনি লেম্যান ও জো স্ট্যানলি৷ দুজনেই পেশায় রেডিও জকি৷ লন্ডনের বুনিয়াদি রেস্তোরাঁ থেকে অনুপ্রাণিত হয়ে চেয়েছিলেন অস্ট্রেলিয়াতেও সেলিব্রেট করা হোক আদিম মানব সভ্যতাকে৷

অবশ্য নগ্ন হওয়া না হওয়াটা এই রেস্তোরাঁয় নির্ভর করবে অতিথিদের উপরই৷ তাই প্রত্যেকের জন্য থাকছে একটি করে গাউন৷ যা তাঁরা ইচ্ছে করলে রাখতে পারেন শরীরে রাখতে, নাহলে মুক্ত হতে পারেন পোশাকের বন্ধন থেকে৷

The post অতিথিদের জন্য খুলল অস্ট্রেলিয়ার প্রথম নগ্ন রেস্তোরাঁ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement