সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতের রেখায় কি লেখা থাকে কিছু? নইলে কী করে রেখাতেই ধরা পড়ে মানুষের প্রকৃতি! আসলে অনেকেই এ জিনিস বিশ্বাস করেন না৷ বিশ্বাস না হওয়ার কারণ অনেকেই গূঢ় ব্যাপারটা জানেন না৷ তবে যিনি পড়তে জানেন তিনিই জানেন৷ সত্যিই হয়ত কিছু লেখা থাকে না, কিন্তু এ এক প্রাচীন বিদ্যা৷ সমীক্ষা চালিয়ে যেভাবে মানুষের ব্যবহার-প্রকৃতি সম্পর্কে নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছন সমীক্ষকরা, ঠিক সেভাবেই দীর্ঘকাল ধরে পর্যবেক্ষণ করেই হাতের রেখায় মানুষের প্রকৃতি সম্পর্কে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাই কিছু লেখা থাকুক বা না থাকুক, হাতের রেখা বলে দিতে পারে আপনি কেমন মানুষ৷
কীভাবে হাতের রেখা বলে দিতে পারে মানুষের প্রকৃতি? আসুন হাতেকলমে পরীক্ষা করেই দেখা যাক৷
দুই হাতের তালু পাশপাশি রেখে দেখুন৷ দেখুন, দুটি হাতের রেখা মিলে মাঝামাঝি একটি অর্ধচন্দ্রের আকৃতি তৈরি করছে কি না৷ কনিষ্ঠার একটু নীচ থেকে যে রেখাটি বেরিয়ে হাতের তালুর মাঝের দিকে এগোচ্ছে সেটিকে বলা হয় ‘হার্টলাইন’৷ দুই হাতের তালুর এই রেখা বলে দিতে পারে মানুষের প্রকৃতি৷
১) যদি দুটি হাতের তালু মিলিয়ে অর্ধচন্দ্র তৈরি করে তবে, আপনি শক্ত মনের মানুষ৷ নিজের উপর বিশ্বাস আছে আপনার এবং নিজেকে মূল্যায়ণও করতে পারেন আপনি৷ এছাড়া যদি রেখা এরকম হয়, তাহলে এই মানুষ বেশ চার্মিং ও প্রেমিক প্রকৃতির হন৷ কিন্তু নিজের ভালবাসার কথা মুখ ফুটে বলেন না৷
২) যদি এই রেখা দুটো মিলে অর্ধচন্দ্র তৈরি না করে, সরলরেখা তৈরি করে তবে তারও আলাদা অর্থ আছে৷ এরকম হলে আপনি খুব শান্ত প্রকৃতির মানুষ৷ যে কোনও কাজ খুব সহজে করে ফেলতে পছন্দ করেন৷
৩) আর যদি দুটো রেখা পাশপাশি না থাকে? অর্ধচন্দ্র তৈরি না করে উপর-নীচ হয় তাহলে আপনি কী প্রকৃতির? তাহলে আপনি খুব পরিণত প্রকৃতির মানুষ৷ এবং আপনার সঙ্গে বয়সে বড় মানুষদের সঙ্গেই আপনার বন্ধুত্ব হয় বেশি৷
তত্ত্ব বলছে এ কথাই৷ বহু মানুষকে সমীক্ষা করেই উঠে এসেছে এ তত্ত্ব৷ আপনার সঙ্গে মিলল কি? হাতে-রেখায় পরীক্ষা করেই দেখুন৷
The post হাতের রেখায় ‘অর্ধচন্দ্র’! জানেন আপনি কেমন মানুষ? appeared first on Sangbad Pratidin.