সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০ ওভারের বিশ্বকাপ? আছে৷ টি-টোয়েন্টি বিশ্বকাপ? আছে৷ আইপিএল ট্রফি? তাও আছে৷ বিদেশের মাটিতে সাফল্য? সেই তালিকাও নেহাত ছোট নয়৷ কার কথা বলা হচ্ছে, তা বুঝতে আর বাকি থাকে কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন৷ বর্তমান ভারতীয় দলের সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি৷ বাউন্ডারি আর ওভার বাউন্ডারি হাঁকিয়ে ফ্যাকাসে হয়ে যাওয়া মুখগুলোয় অনেকবার হাসি ফুটিয়েছেন তিনি৷ সেই সব অমূল্য মুহূর্তগুলো ভারতবাসীকে উপহার দেওয়ার জন্য আজ তাঁকে আরও একবার কুর্নিশ জানালেন তাঁর অগণিত ভক্ত৷
বৃহস্পতিবার ৩৬ শে পা দিলেন ক্যাপ্টেন কুল৷ এদিন সকাল থেকেই ফেসবুক-টুইটারে জন্মদিনের শুভেচ্ছার বন্যা বইছে৷ চলতি বছর সেপ্টেম্বরে তাঁর আত্মজীবনী নিয়ে মুক্তি পাবে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি৷’ মাহির সঙ্গে একটি ছবি পোস্ট করে ছবির নায়ক সুশান্ত সিং রাজপুত লিখেছেন, “শুভ জন্মদিন অধিনায়ক৷ আপনি একজন নিস্বার্থ ক্রিকেটার ও দারুণ মনের মানুষ৷ আপনাকে শ্রদ্ধা জানাই৷” সেই সঙ্গে ছবির আরেকটি নতুন পোস্টারও পোস্ট করেছেন তিনি৷
সদ্যই লন্ডনে পায়ে অস্ত্রোপচার হয়েছে শচীন তেণ্ডুলকরের৷ তা সত্ত্বেও নিজের প্রাক্তন সতীর্থকে জন্মদিনে শুভেচ্ছা পাঠাতে ভোলেননি মাস্টার ব্লাস্টার৷ ভবিষ্যতের জন্য ধোনিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি৷
বিরাটদের নিয়ে চার টেস্টের সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে গিয়েছেন টিম ইন্ডিয়ার নয়া কোচ অনিল কুম্বলে৷ সেখান থেকেই টুইটারে রাঁচির রাজপুত্রকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তিনি৷
সুরেশ রায়নার পোস্ট থেকে আবার জানা গেল, শুধু ব্যাট আর গ্লাভস হাতেই ধামাকা করেন না ধোনি, বাঁশি বাজাতেও ওস্তাদ৷ একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, প্রত্যেক জন্মদিনে মোমবাতির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তোমার উজ্জ্বলতাও বাড়বে৷
Happy Birthday @msdhoni! The more the candles the more the light that will shine in your life wish you all the best pic.twitter.com/uECxolq7ZX
— Suresh Raina (@ImRaina) July 7, 2016
বিসিসিআই-এর ভিডিওটি ক্রিকেটপ্রেমীদের নস্ট্যালজিক করে দেবেই৷ ভক্তদের আশা আরও একটা জন্মদিন আনন্দে কাটান ধোনি৷
The post জন্মদিনে ফাঁস ধোনির গোপন প্রতিভা appeared first on Sangbad Pratidin.