shono
Advertisement

ড্রেসিংরুমেই মন্দির! নারকেল ফাটিয়ে মুম্বই ইন্ডিয়ান্সে নতুন ইনিংস শুরু করলেন হার্দিক

হার্দিকের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে মুম্বই ইন্ডিয়ান্স?
Posted: 09:10 PM Mar 11, 2024Updated: 12:35 PM Mar 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০ ওভারের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে নিজের বলে ফিল্ডিং করার সময় গোড়ালিতে গুরুতর চোট পেয়েছিলেন। তার পর থেকে মাঠের বাইরে হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। সম্প্রতি ডিওয়াই পাটিল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে দেখা গিয়েছিল। এবার যোগ দিলেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবিরে। তাও আবার অনেক বিতর্কের মাঝে এবার মুম্বইতে অধিনায়ক হিসেবে নিজের নতুন কেরিয়ার শুরু করছেন তারকা অলরাউন্ডার।

Advertisement

আইপিএল (IPL 2024) শুরু হতে আর মাত্র দিন দশেক সময়। তার আগে শুরু হয়ে গেল মুম্বইয়ের অনুশীলন। আর সোমবার, ১১ মার্চ সেই শিবিরে যোগ দিলেন হার্দিক। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে প্রথমবার মাঠে দেখা গেল হার্দিককে। 

[আরও পড়ুন: তীব্র জল সংকটে ভুগছে বেঙ্গালুরু! বিরাটদের হোম ম্যাচ আয়োজন করা যাবে তো?]

 

মুম্বইয়ের সোশাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্সের প্র্যাক্টিস জার্সি গায়ে হোটেলে প্রবেশ করছেন হার্দিক। তাঁকে আলিঙ্গন করেন দলের সাপোর্ট স্টাফেরা। তার পর দেখা যায় ঠাকুরের ছবিতে মালা পরিয়ে দিচ্ছেন হার্দিক। প্রদীপ জ্বালাতেও দেখা যায় তাঁকে। দলের হেড কোচ মার্ক বাউচার নারকেল ফাটান। হার্দিক প্রসাদ বিতরণ করেন সকলকে। গোটা শিবিরে চলে মিষ্টিমুখ।

ড্রেসিংরুমেই মন্দির তৈরি করে নিয়েছেন হার্দিক। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেই তাঁর উত্থান। পরে অবশ্য তিনি দল পরিবর্তন করেন। মুম্বই তাঁকে রিটেন না করায় গুজরাট টাইটান্স নিলাম থেকে তাঁকে কিনে নিয়েছিল। এর পর গুজরাটের অধিনায়ক হিসাবে দুরন্ত সাফল্যও এনে দেন। প্রথমবার অধিনায়ক হিসাবে আইপিএলে নেমেই দলকে চ্যাম্পিয়ন করেন হার্দিক।

তবে মুম্বই ইন্ডিয়ান্স এবার তাঁকে দলে ফিরিয়েছে। শুধু ফিরিয়েই নেয়নি, দিয়েছে গুরুদায়িত্ব। হার্দিকই এখন মুম্বইয়ের অধিনায়ক। রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে হার্দিকের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছে মুম্বই। এই নিয়ে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। এমন বিতর্ক কাটিয়ে হার্দিকের নেতৃত্বে কি মুম্বই ভালো পারফরম্যান্স করতে পারবে? সেটাই দেখার বিষয়।

[আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপে কিপার হিসেবে খেলবেন পন্থ? বড় বার্তা দিলেন বোর্ড সচিব জয় শাহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement