সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশা ছিলই। রবিবার সেই প্রত্যাশাতেই সিলমোহর পড়ল। দীর্ঘ প্রায় ছ’মাস পর ভারতীয় দলে কামব্যাক করলেন হার্দিক পাণ্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে খেলবেন ভারতীয় অলরাউন্ডার।
আগামী ১২ মার্চ ধরমশালায় প্রথম ওয়ানডে। দেশের মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে মোট তিনটি একদিনের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। যার নেতৃ্ত্বে থাকছেন বিরাট কোহলিই। তবে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। নিউলিজ্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কাফ মাসলে চোট পেয়ে দলের বাইরে চলে যেতে হয়েছিল ভারতীয় দলের হিটম্যানকে। যার ফলে কিউয়িদের বিরুদ্ধে ওয়ানডে ও টেস্ট সিরিজেও খেলতে পারেননি তিনি। এবার দক্ষিণ আফ্রিকা সফরেও তাঁকে ছাড়াই দল বেছে নিল নির্বাচন কমিটি।
[আরও পড়ুন: বিমানযাত্রায় সাধের ব্যাট খুইয়ে সংস্থার উপর ক্ষোভ উগরে দিলেন হরভজন]
রোহিতকে বিশ্রাম দেওয়া হলেও চোট সারিয়ে দলে ফিরলেন শিখর ধাওয়ান। রোহিতের অনুস্থিতিতে ওপেনার হিসেবে তাঁর সঙ্গে জুটি বাঁধবেন পৃথ্বী শ। সুস্থ হয়ে প্রত্যাবর্তন ঘটল ভুবনেশ্বর কুমারেরও। এদিকে, নিউজিল্যান্ডের মাটিতে চূড়ান্ত ব্যর্থতার পর ফের সুযোগ দেওয়া হল ঋষভ পন্থকে। কেএল রাহুলের পাশাপাশি তিনিও রয়েছেন স্কোয়াডে। ১৫ জনের ঘোষিত দলে জায়গা করে নিয়েছেন শুভমন গিলও।
গত সেপ্টেম্বর থেকে দলের বাইরে ছিলেন হার্দিক। অক্টোবরে অস্ত্রোপচারও হয় তাঁর। তারপর দীর্ঘদিন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাবে ছিলেন। সম্প্রতি মুম্বইয়ে ডিওয়াই পাটিল কাপের বাইশ গজে ফিরেই জানান দেন, তিনি কতখানি ফিট। জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে কতটা মুখিয়ে আছেন তিনি। ৫৫ বলে অপরাজিত ১৫৮ রান করেই যেন নির্বাচকদের বার্তা দিয়ে দিয়েছিলেন। এদিন দল ঘোষণা হতেই জল্পনা সত্যি হল। একনজরে দেখে নিন ঘোষিত ১৫ জনের ভারতীয় দল।
[আরও পড়ুন: অধরা ইতিহাস, বিশ্বকাপের ফাইনালে স্বপ্নভঙ্গ ভারতীয় নারীদের]
শিখর ধাওয়ান, পৃথ্বী শ, বিরাট কোহলি (অধিনায়ক), কেএল রাহুল, মণীশ পাণ্ডে, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, জশপ্রীত বুমরাহ, নবদীপ সাইনি, কুলদীপ যাদব, শুভমন গিল।
The post দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘোষিত ভারতীয় দল, চোট সারিয়ে ফিরলেন হার্দিক-সহ তিন তারকা appeared first on Sangbad Pratidin.