shono
Advertisement

Breaking News

তাঁর চোখে নটরাজনই ম্যাচের সেরা, দলকে সিরিজ জিতিয়ে জানালেন হার্দিক

এই জয় দেশের ক্রিকেটভক্তদের উৎসর্গ করলেন তিনি।
Posted: 07:34 PM Dec 06, 2020Updated: 07:37 PM Dec 06, 2020

‌সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ হার্দিক পাণ্ডিয়া। আইপিএলেই ঝলক দেখিয়েছিলেন। আর রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি–২০ ম্যাচে কার্যত দেখিয়ে দিলেন পুরো সিনেমাটিই। প্রথমে ধাওয়ান–কোহলির দুরন্ত ব্যাটিংয়ের পরই অজি বোলিং সাক্ষী থাকল হার্দিকের ঝোড়ো ব্যাটিংয়ের। ২২ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংসটাই টিম ইন্ডিয়াকে ম্যাচ জেতাল। আর সেজন্য ম্যান অফ দ্য ম্যাচও হলেন এই মুম্বইকর।

Advertisement

যদিও পুরস্কার নেওয়ার সময় কিছুটা অবাকই হন। কারণ তাঁর মতে, গোটা ম্যাচে অন্য সমস্ত বোলার অনেক রান দিয়ে ফেললেও অসাধারণ বোলিং করেছেন টি নটরাজন। তাঁর জন্যই অস্ট্রেলিয়া দশ রান কম করেছে। তাই তিনি ভেবেছিলেন পুরস্কারটি পাবেন নটরাজন।

[আরও পড়ুন: ‘কৃষি আইন প্রত্যাহার না করলে খেলরত্ন ফিরিয়ে দেব’, আন্দোলনে শামিল হয়ে বার্তা বিজেন্দরের]

এদিন শুরুতে ওয়েড–স্মিথদের দুরন্ত ব্যাটিংয়ের সামনে নটরাজন বাদে কোনও ভারতীয় বোলারই তেমন বোলিং করতে পারেননি। অন্যদিকে, নটরাজন মাত্র ২০ রান দিয়ে দু’‌উইকেট নেন। এরপর ১৯৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ইনিংসের শেষদিকে হার্দিকের সৌজন্যেই ম্যাচটি জেতে টিম ইন্ডিয়া। স্বভাবতই হার্দিককে বেছে নেওয়া হয় ম্যান অব দ্য ম্যাচ। কিন্তু পুরস্কার নিতে এসে হার্দিক বলেন, ‘‌‘‌আমি ভেবেছিলাম নটরাজন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পাবে। কারণ শুধুমাত্র ওর জন্যই অস্ট্রেলিয়ার ১০–১৫ রান কম করেছে।’‌’ এছাড়া রান তাড়ার প্রসঙ্গে বলেন, ‘‌‘‌এটা খুবই সহজ। স্কোরবোর্ড দেখ এবং খেল। এতে বোঝা যায় কখন কেমন খেলতে হবে। আমরা দল হিসেবে সবসময় ইতিবাচকই চিন্তাভাবনা করি।’‌’‌

[আরও পড়ুন: ‘‌এমন পেশাদার লিগে এত খারাপ রেফারিং মানা যায় না,’‌ ক্ষোভ উগরে দিলেন ফাউলার]

এদিকে,‌ ম্যাচ জিতে টুইট করে, এই জয় দেশের ক্রিকেট ফ্যানেদের উৎসর্গ করেন হার্দিক।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement