shono
Advertisement

আইপিএলে নেতৃত্ব ছাড়ছেন হার্দিক! হঠাৎ কী হল? কোন দলের জার্সিতে খেলবেন?

গুজরাট টাইটান্সকে আলবিদা জানাতে চলেছেন হার্দিক?
Posted: 09:43 AM Nov 25, 2023Updated: 12:23 PM Nov 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে প্রথমবার নেতৃত্ব দিয়েই গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করেছিলেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। দ্বিতীয়বারও দলকে পৌঁছে দিয়েছিলেন ফাইনালে। টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর অধিনায়কত্ব নজর কেড়েছিল। কিন্তু এবার নাকি আর সেই ভূমিকায় দেখা যাবে না তাঁকে! সূত্রের খবর, গুজরাট ছেড়ে নাকি মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতে চলেছেন ভারতীয় অলরাউন্ডার!

Advertisement

আইপিএল নিলামের আগে, আগামিকাল, অর্থাৎ ২৬ নভেম্বরই ক্রিকেটার ছাড়ার উইনডো ক্লোজ হচ্ছে। আর তারই মধ্যে এল এই বড়সড় আপডেট। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এনিয়ে কোনও মন্তব্য না করলেও গুজরাট টাইটান্স সূত্রে এক আধিকারিক জানান, “আমি নিশ্চিতভাবেই বলতে পারি হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার কথাবার্তা চলছে। তাই তাঁর গুজরাট ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এখনও লিখিত চুক্তি হয়নি।” শোনা যাচ্ছে, ১৬ কোটির বিনিময়ে মুম্বইয়ের জার্সি গায়ে চাপাবেন তিনি। স্বাভাবিকভাবেই এমন খবরের পর প্রশ্ন উঠছে, তাহলে কি নেতৃত্বের দায়িত্ব নিতে চাইছেন না হার্দিক? কারণ নেতা হিসেবে মুম্বইয়ের প্রথম পছন্দ রোহিত শর্মাই। তবে কি রোহিতের নেতৃত্বেই খেলবেন হার্দিক?

[আরও পড়ুন: ‘হিন্ডেনবার্গ রিপোর্ট ধ্রুবসত্য নয়’, আদানি মামলায় সেবিতেই ‘আস্থা’ সুপ্রিম কোর্টের]

উল্লেখ্য, বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে চোট পাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন হার্দিক। এরপর বিসিসিআইয়ের তরফে জানানো হয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজেও নেই তিনি। সেখানেই শেষ নয়, যা খবর, ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও নাকি মাঠের বাইরেই থাকতে হবে তাঁকে। একেবারে তিনি আইপিএল খেলবেন। যে মুম্বই ইন্ডিয়ান্সে সাতটি মরশুম খেলেছেন, সেখানেই নাকি কামব্যাক করতে চলেছেন তারকা অলরাউন্ডার।

তবে এই জল্পনা সত্যি হলে তা গুজরাট শিবিরের জন্য বড় ধাক্কা। কারণ তাঁর পরিবর্তে এই ফ্র্যাঞ্চাইজি কাকে বেছে নেয়, তিনি আদৌও অধিনায়কত্ব করবেন কি না, সেদিকেও নজর থাকবে ক্রিকেটমহলের।

[আরও পড়ুন: রণদীপ হুডার বিয়ের থিম ‘মহাভারত’! কবে, কোথায় সেজে উঠবে বিয়ের আসর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement