shono
Advertisement
Taxi

হলুদ ট্যাক্সি বাঁচানোর উদ্যোগ, মুখ্যমন্ত্রীকে চিঠি ট্যাক্সিচালকদের

পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেন এআইটিইউসি অনুমোদিত ট্যাক্সি সংগঠনের প্রতিনিধিরা।
Published By: Sayani SenPosted: 07:28 PM Jan 08, 2025Updated: 07:28 PM Jan 08, 2025

নব্যেন্দু হাজরা: হলুদ ট‌্যাক্সি মানেই কলকাতার নস্ট্যালজিয়া। তাই হলুদ ট‌্যাক্সিকে বাঁচাতে এবার মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের দ্বারস্থ হলেন ট‌্যাক্সিচালকরা। দাবি জানালেন গাড়ি বাতিলের মেয়াদ ‌১৫ বছরের থেকে বাড়িয়ে ২০ করার। একইসঙ্গে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেন এআইটিইউসি অনুমোদিত ট‌্যাক্সি সংগঠনের প্রতিনিধিরা। সেখানে পরিবহণমন্ত্রী তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলেন জানিয়েছেন ট‌্যাক্সিচালকরা।

Advertisement

তাঁরা জানান, আদালতের যে রায়, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সরকার তাদের পাশে থাকবে। আদালতের নিয়ম মেনে হলুদ ট‌্যাক্সিই এখন বন্ধের পথে। পনেরো বছরের অনেক বেশিই বয়স হয়ে গিয়েছে অধিকাংশ গাড়িরই। ফলে ক্রমেই একের পর এক বসে যাচ্ছে অ‌্যাম্বাসডর। আর ওই কোম্পানিও নতুন করে গাড়ি তৈরি করছে না। ফলে ক্রমশই বিলুপ্তির পথে হলুদ ট‌্যাক্সি। কমতে কমতে এখন আড়াই হাজার গাড়ি রাস্তায় নামে। সেগুলোও যাতে উঠে না যায়, তাই হলুদ ট‌্যাক্সিকে বাঁচাতে রাজ্যের মুখ‌্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন ট‌্যাক্সিচালকরা।

পনেরো বছরের নিয়ম মেনে এই ট‌্যাক্সি বসে গেলেও তাঁদের দাবি, ওই পারমিটে নতুন গাড়ি নামাতে দেওয়া হোক। তার রংও হোক হলুদ। চারজন যাত্রী বসতে পারবে এমন গাড়ি নামানোরই ছাড়পত্র দেওয়া হোক। এআইটিইউসি অনুমোদিত ট‌্যাক্সি সংগঠনের তরফে এই চিঠি দেওয়া হয়েছে মুখ‌্যমন্ত্রীকে। সংগঠনের আহ্বায়ক নওয়ালকিশোর শ্রীবাস্তব বলেন, "হলুদ ট‌্যাক্সি হল শহরের হেরিটেজ যান। এর সঙ্গে কলকাতার নষ্ট‌্যালজিয়া জড়িয়ে রয়েছে। ফলে এটাকে উঠিয়ে দেওয়া ঠিক না। তাই হলুদ ট‌্যাক্সি বাঁচাতে আমরা মুখ‌্যমন্ত্রীর কাছে আবেদন করেছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হলুদ ট্যাক্সিকে বাঁচাতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন ট্যাক্সিচালকরা।
  • দাবি জানালেন গাড়ি বাতিলের মেয়াদ ‌১৫ বছরের থেকে বাড়িয়ে ২০ করার।
  • একইসঙ্গে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেন এআইটিইউসি অনুমোদিত ট্যাক্সি সংগঠনের প্রতিনিধিরা।
Advertisement