সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার। আইপিএলের (IPL 2024) শুরু থেকেই বিতর্কের কেন্দ্রে তিনি। দর্শকদের কটাক্ষ ধেয়ে আসছে তাঁর দিকে। বল হাতে উইকেট পাচ্ছেন না। বড় রান এখনও পাননি হার্দিক। বিগ হিটিংয়ের জন্য একসময়ে বিখ্যাত ছিলেন এই অলরাউন্ডার। সেই ক্ষমতাও কি হারাতে চলেছেন তিনি?
দেশের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান (Irfan Pathan) মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস শেষের পরে টুইট করেছেন, ''হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) মারার দক্ষতা ক্রমশ হ্রাস পাচ্ছে। বড় প্রেক্ষিতে দেখলে এটা কিন্তু খুবই উদ্বেগের বিষয়। ওয়াংখেড়েতে হার্দিক পাণ্ডিয়াকে অন্যরকম দেখাচ্ছিল। কিন্তু পিচ থেকে সামান্য সাহায্য পাওয়া গেলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে হার্দিকের জন্য।''
[আরও পড়ুন: ভারতীয় ফুটবলের ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলবে আই লিগ ৩, আশাবাদী AIFF সভাপতি]
মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক ১০ রান করেন রাজস্থানের বিপক্ষে। অথচ তিনি রুখে দাঁড়াতেই পারতেন। আসল সময়ে পাণ্ডিয়ার ব্যাট 'বোবা' থেকে যাচ্ছে।
পাঠানের এহেন টুইটের পরে প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। এক নেটিজেন লিখেছেন, ''মানসিক দিক থেকে হার্দিক পাণ্ডিয়া মোটেও ফিট নয়। ভক্তদের তরফ থেকে রয়েছে প্রবল চাপ। সতীর্থরা নেতৃত্ব কেড়ে নিতে চাইছে। কীভাবে পারফর্ম করবে হার্দিক?'' আর এক নেটিজেন অবশ্য পাণ্ডিয়াকে নিয়ে পাঠানের মন্তব্যকে সমর্থন করছেন না। সেই ভক্ত লিখেছেন, ''মন্থর পিচে রোহিতের হিটিং দক্ষতা সম্পর্কে কিছু বলুন? আজ কত রান করেছে? পাওয়ারপ্লের পরে রোহিতের স্ট্রাইক রেট কমছে কেন?''
এত কিছুর পরে এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১০ জন ক্রিকেটারের জায়গা প্রায় পাকা হয়ে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। এঁদের মধ্যে রয়েছেন হার্দিক পাণ্ডিয়াও। বোর্ড তাঁর বোলিং দক্ষতার উপরে নজর রাখছে বলে খবর। পাঠানের টুইট কিন্তু সত্যি সত্যিই উদ্বেগের বিষয়। হার্দিক পাণ্ডিয়া কি নিজে ভেবে দেখছেন এব্যাপারে?