shono
Advertisement

জানেন, দেশের প্রধান সড়কগুলিতে মদ বিক্রি নিষিদ্ধ হওয়ার জন্য দায়ী কে?

হুইলচেয়ারে বসা এই মানুষটির কাহিনি জানলে হয়তো জীবনের অনেক প্রশ্নেরই উত্তর পাবেন৷ The post জানেন, দেশের প্রধান সড়কগুলিতে মদ বিক্রি নিষিদ্ধ হওয়ার জন্য দায়ী কে? appeared first on Sangbad Pratidin.
Posted: 02:58 PM Apr 03, 2017Updated: 09:28 AM Apr 03, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথায় হাত বড় রাস্তার পাশের মদ বিক্রেতাদের৷ রাজ্যের লাভও অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে৷ জাতীয় ও রাজ্য সড়কের ৫০০ মিটারের আওতায় আর থাকবে না কোনও মদের দোকান৷ সুপ্রিম কোর্টের এই নির্দেশেই তোলপাড় সারা দেশ৷ আর এই যুগান্তকারী সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে ৪৭ বছরের এই ব্যক্তি৷ নাম হরমন সিধু৷

Advertisement

[মহিলা যাত্রীদের সুরক্ষায় এবার স্টিয়ারিংয়ে হাত মহিলাদেরই]

হুইলচেয়ারে বসেই এত বড় লড়াই লড়েছেন সিধু৷ নিজে ভুক্তভোগী হয়েছেন, তাই চাননি আর কেউ সড়ক দুর্ঘটনার শিকার হোক৷ ঘটনা ১৯৯৬ সালের ২৪ অক্টোবরের হিমাচল প্রদেশ থেকে চণ্ডীগড়ে ফিরছিলেন সিধু৷ সঙ্গে ছিলেন আরও দুই বন্ধু৷ আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় তাঁদের গাড়ি৷ বাকি দুই বন্ধুর চোট লাগলেও সেরে ওঠেন পরে৷ কিন্তু সিধু বসেছিলেন সামনের সিটে৷ শিরদাঁড়ায় গুরুতর চোট লাগে তাঁর৷ শরীরের ৯০ শতাংশই অকেজো হয়ে যায়৷

[৫৮ বছর পর ভারতীয় দেহরক্ষীর সঙ্গে দেখা করে আপ্লুত দলাই লামা]

দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে জীবনের মূল্য বুঝতে পারেন সিধু৷ আর এই মূল্য বাকিদের বোঝানোর তাগিদ পেয়ে বসে তাঁকে৷ সেই কারণেই ২০০৬ সালে ‘অ্যারইভসেফ’ নামে একটি সংস্থা খোলেন তিনি৷ ২০১১ সালে সবার প্রথমে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে তিনি জাতীয় সড়কগুলিতে মদ বিক্রির বিরুদ্ধে সোচ্চার হন৷ ২০১৪ সালের মার্চে হাই কোর্ট জাতীয় ও রাজ্য সড়কে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞার প্রস্তাব দেয়৷ কিন্তু লাভের কথা মাথায় রেখে পাঞ্জাব ও হরিয়ানা দুই রাজ্য বলে, শুধুমাত্র জাতীয় সড়কগুলিতেই মদ বিক্রি বন্ধ হওয়া উচিত৷ এতে সন্তুষ্ট ছিলেন না সিধু, এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি৷ তাঁর সেই আবেদনের ভিত্তিতেই আজ সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন হচ্ছে৷ জাতীয় ও রাজ্য সড়কগুলির ৫০০ মিটারের মধ্যে মদ বিক্রির দোকান প্রায় সবই বন্ধ হয়েছে৷ খুলেছে পথ নিরাপত্তার নতুন দিশা৷

[মাছ ধরতে ব্যাগে গ্রেনেড, বিমানবন্দরে গ্রেপ্তার জওয়ান]

The post জানেন, দেশের প্রধান সড়কগুলিতে মদ বিক্রি নিষিদ্ধ হওয়ার জন্য দায়ী কে? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement