shono
Advertisement

এবার গণধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা ছাগল, পলাতক ৮ অভিযুক্ত

নির্মমভাবে অত্যাচারিত ছাগলটি শেষমেশ প্রাণ হারায়। The post এবার গণধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা ছাগল, পলাতক ৮ অভিযুক্ত appeared first on Sangbad Pratidin.
Posted: 08:48 AM Jul 29, 2018Updated: 09:19 AM Jul 29, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে নিত্যদিনই শিরোনামে উঠে আসছে ধর্ষণের ঘটনা। প্রতিবাদ, বিক্ষোভেও বন্ধ করা সম্ভব হচ্ছে না এমন ঘৃণ্য কাজকে। কখনও পুরুষদের লালসার শিকার হচ্ছেন মহিলারা, আবার রেয়াত করা হচ্ছে না শিশুদেরও। কোন পথে এগোচ্ছে এ দেশ? সমাজ কি সত্যিই সভ্য হচ্ছে? বারবার এ প্রশ্নই উঠছে। আর এবার হরিয়ানার মেওয়াট জেলায় যা ঘটল, তা যেন কল্পনারও অতীত। শুনেই শিউরে উঠতে হয়। এবার গণধর্ষণের শিকার একটি ছাগল। আটজন ব্যক্তি মিলে ছাগলটিকে গর্ণধর্ষণ করেছে বলে অভিযোগ। নির্মমভাবে অত্যাচারিত ছাগলটি শেষমেশ প্রাণ হারায়।

Advertisement

[OMG! ৪২ ঘণ্টার যাত্রাপথ ৪ বছরে অতিক্রম করল মালগাড়ি]

ছাগলটির মালিক আসলুর অভিযোগ, গত বুধবার নিজের পোষ্যকে খুঁজে পাচ্ছিলেন না তিনি। তারপর রক্তাক্ত অবস্থায় ছাগলটিকে পাওয়া যায়। অভিযোগ, গণধর্ষণ করা হয় পশুটিকে । তার জেরেই বৃহস্পতিবার মৃত্যু হয় তার। সেদিনই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আসলু। পুলিশকে দেওয়া বয়ান অনুযায়ী, গত ২৫ জুলাই রাতে ঘটনাটি ঘটে। নাগিনা থানার ইন-চার্জ রাজবীর সিং জানান, অভিযুক্তদের মধ্যে রয়েছে সাভাকর, হারুন, জাফর নামের তিন ব্যক্তি। বাকি পাঁচজনের এখনও পরিচয় জানা যায়নি। তবে ঘটনার পর থেকে প্রত্যেকেই পলাতক। তাঁদের খোঁজ চলছে বলে জানানো হয়েছে। তদন্তের স্বার্থে শীঘ্রই মৃত ছাগলটির মেডিক্যাল পরীক্ষা করা হবে বলে জানিয়েছে। জানা গিয়েছে, মৃত্যুর সময় ছাগলটি অন্তঃসত্ত্বা ছিল।

পশু সুরক্ষা সংস্থা পেটার তরফে এমন ঘটনার তীব্র নিন্দা করা হয়। গণধর্ষণের পরও অভিযুক্তরা তার উপর শারীরিক অত্যাচার করা হয় বলে জানা গিয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৪, ৩৭৭ ও ৪২৯ নম্বর ধারায় এবং পশু সুরক্ষা আইনের (১৯৬০) ১১ (১)(a) এবং (I) ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। মানুষের বিকৃত মস্তিষ্ক এবং কুরুচিকর চিন্তাভাবনাই এমন নৃশংস কাজের কারণ বলে মনে করছেন মনোবিদরা।

  • [বাতিল দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান, ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব]

The post এবার গণধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা ছাগল, পলাতক ৮ অভিযুক্ত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement