shono
Advertisement
Haryana

গরু পাচারকারী সন্দেহ, হরিয়ানায় দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে গুলি করে খুন গোরক্ষকদের!

২৫ কিলোমিটার ধাওয়া করে ১৯ বছর বয়সি তরুণকে গুলি করে গোরক্ষকরা।
Published By: Amit Kumar DasPosted: 10:03 AM Sep 03, 2024Updated: 10:03 AM Sep 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরু পাচারকারী সন্দেহে দ্বাদশ শ্রেণির এক পড়ুয়াকে গুলি করে খুন করল স্বঘোষিত গোরক্ষক দল। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে। ১৯ বছর বয়সি ওই তরুণের গাড়িকে ২৫ কিলোমিটার পর্যন্ত ধাওয়া করে এই হত্যাকাণ্ড চালায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই তরুণের নাম আরিয়ান মিশ্র। গত ২৩ আগস্ট মাধ্যরাতে বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন আরিয়ান। পথে এক জায়গায় নুডলস খান তাঁরা। এর পর গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার সময় তাঁদের ধাওয়া করে গোরক্ষকের দল। প্রায় ২৫ কিলমিটার ধাওয়া করার পর গুলি করে খুন করা হয় আরিয়ানকে। পুলিশি জেরায় অভিযুক্তরা জানিয়েছে, তাঁদের কাছে খবর ছিল রেনল্ট ডাস্টার ও টয়োটা ফর্চুনার গাড়িতে করে শহরে কয়েকজন ঘোরাঘুরি করছে ও গুরু পাচারের চেষ্টায় রয়েছে। পাচারকারীর সন্ধানে গাড়ি নিয়ে বের হয় অভিযুক্তরা। পথে ডাস্টার গাড়িটি দেখতে পেয়ে তাঁদের থামার নির্দেশ দেয়।

[আরও পড়ুন: রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২৯ বিমান, প্রাণরক্ষা পাইলটের]

তবে আরিয়ান ও তাঁর বন্ধুরা গাড়ি থামায়নি। আরিয়ানের বন্ধু শ্যাঙ্কির সঙ্গে কিছু লোকের শত্রুতা ছিল। তাই তাঁরা ভাবে এরা সেই দলের লোক। ওই অবস্থায় দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু নেয় গোরক্ষকদের গাড়ি। গাড়ি চালাচ্ছিলেন হরসিত নামে এক যুবক। পিছনে বসে ছিলেন আরিয়ান। দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় আরিয়ানদের গাড়ি লক্ষ্য করে পিছন থেকে গুলি চালায় গোরক্ষকরা। গাড়ির পিছনের কাঁচ ভেঙে আরিয়ানের ঘাড়ে গুলি লাগে। গাড়ি থামার পর হামলাকারীরা ভাবে তাঁদের উপর পালটা আক্রমণ করা হতে পারে। এই অবস্থায় ফের গুলি চালানো হয়।

[আরও পড়ুন: ছিটকে গেল মিডল স্টাম্প! সন্দীপ গ্রেপ্তার হতেই পোস্ট সুখেন্দুর, ‘এর পর কী?’, প্রশ্ন সাংসদের]

তবে ততক্ষণে ভুল ভাঙে হামলাকারীদের। তাঁরা যে নিতান্ত পড়ুয়া গরু পাচারকারী নয়, বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। ওই অবস্থায় তাড়াতাড়ি আরিয়ানকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসা চলাকালীন পরদিন মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে বিজেপি শাসিত হরিয়ানার আইনশৃঙ্খলা ব্যবস্থা। উল্লেখ্য, সম্প্রতি এই হরিয়ানাতেই গোমাংস খাওয়ার অভিযোগে বাংলার এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারার ঘটনা ঘটে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গরু পাচারকারী সন্দেহে দ্বাদশ শ্রেণির এক পড়ুয়াকে গুলি করে খুন করল স্বঘোষিত গোরক্ষক দল।
  • চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে।
  • ঘটনার তদন্তে নেমে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement