সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্লীলতাহানির হাত থেকে বাঁচতে গিয়ে প্রাণ হারালেন মহিলা। চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হল তাঁকে। ট্রেনের কামরায় একা পড়ে রইল ৯ বছরের সন্তান। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিয়ানার (Haryana) ফতেবাদ জেলায়।
৯ বছরের বাচ্চাটিকে জিজ্ঞেস করেই গোটা ঘটনাটি জানতে পেরেছে পুলিশ। ফতেবাদ পুলিশ প্রধান আস্থা মোদি জানান, বাচ্চাটির বয়ান অনুযায়ী, ওই কামরাতে মাত্র তিনজন যাত্রীই ছিলেন। মহিলা, তাঁর ৯ বছরের ছেলে এবং অভিযুক্ত। গোটা কামরা খালি থাকার সুযোগ নিয়েই ওই মহিলার শ্লীলতাহানির চেষ্টা করে অভিযুক্ত। পালটা আত্মরক্ষার চেষ্টায় দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এরপরই ট্রেনের দরজার সামনে গিয়ে আচমকা মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ওই ব্যক্তি। তারপর নিজেও লাফিয়ে নেমে যায়।
[আরও পড়ুন: ‘সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়’, ইডির জেরার মধ্যেই জানাল সুপ্রিম কোর্ট]
ট্রেনটি ফতেবাদের তোহনা টাউন স্টেশনে আসার পর ওই মহিলার স্বামী দেখেন, কামরায় একা বসে তাঁর ছেলে। হাউ হাউ করে কাঁদছে সে। এরপরই বাবাকে গোটা ঘটনা জানায় সে। পুলিশকে তিনি বলেন, “আমার ছেলে কাঁদছিল। আমার কাছে ছুটে এসে বলে, ওর মা’কে ট্রেন থেকে একজন ফেলে দিয়েছে। অথচ স্টেশন থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে থাকাকালীনই আমার স্ত্রী আমায় ফোন করে স্টেশনে আসতে বলেছিল। কিন্তু এখানে এসে জানতে পারলাম ও আর নেই।” বৃহস্পতিবার রাতের ট্রেনে রোহতক থেকে নিজের স্বামীর কাছেই ফিরছিলেন ওই মহিলা। কিন্তু বাড়ি ফেরা হল না।
ঘটনার তদন্তে নেমে ইতিমধ্য়েই অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। জানা গিয়েছে, ২৭ বছরের অভিযুক্ত সন্দীপ ট্রেন থেকে ঝাঁপ দেওয়ায় আহত হয়েছে। আপাতত হাসপাতালে চিকিৎসা চলছে তার। শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে। তবে এই ঘটনায় ফের ট্রেনে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। মর্মান্তিক এই বিষয় থেকে শিক্ষা নিয়ে রাতে ট্রেনের কামরায় নিরাপত্তা আরও আঁটসাট করার নির্দেশ দেওয়া হয়েছে রেলের তরফে।