shono
Advertisement

জন্ডিসই কাল, মাত্র ৪০ বছরেই মৃত্যু গায়ক রাজু পাঞ্জাবির

১২ আগস্ট মুক্তি পেয়েছে গায়কের শেষ গান।
Posted: 01:41 PM Aug 22, 2023Updated: 01:41 PM Aug 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত জনপ্রিয় গায়ক রাজু পাঞ্জাবি। মঙ্গলবার হিসরের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন রাজু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০।

Advertisement

হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বেশ কয়েকদিন ধরেই জন্ডিসে ভুগছিলেন গায়ক। চলছিল চিকিৎসাও। সোমবার মধ্য়রাত থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটে। মঙ্গলবার সকালে শেষ নিশ্বাস ত্য়াগ করেন এই গায়ক।

[আরও পড়ুন: আকাশের ঠিকানায় নাম লেখালেন শ্রাবন্তী, তারার নামকরণ হল অভিনেত্রীর নামে]

১২ আগস্টই মুক্তি পায় গায়কের শেষ গান ‘আপসে মিলকে ইয়ারা হামকো আচ্ছা লাগা থা।’ ইতিমধ্য়েই গানটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গায়কের মৃত্যুতে টুইটে শোকপ্রকাশ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল।

[আরও পড়ুন: রাজ-পরীমণির রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে ‘সুড়ঙ্গ’ খ্যাত নায়িকাও, ব্যাপার কী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement