সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীর স্থূল হলে কোন সুবিধা মেলে? স্ত্রী মোটা হলে কী কী সুবিধা পাওয়া যেতে পারে, তা নিয়ে রয়েছে বলি ছবির জনপ্রিয় গান। তবে তা নিছক মজার কল্পনা। কিন্তু এই ঘটনা সিনেমার স্ক্রিপ্ট নয়, বরং ঘোর বাস্তব। কোটি টাকার আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত পাঞ্জাবের (Punjab) বাসিন্দা এক যুবককে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট (Punjab and Haryana High Court) জামিন দিল অতিরিক্ত মোট হওয়ার কারণে। যেহেতু ওবেসিটি (Obesity) রোগ তো বটে, এইসঙ্গে তা বহু রোগের শিকড়।
আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত বছর ৩৮-এর প্রাঞ্জিল বাটরার ওজন ১৫৩ কোজি। ৮ মাস ধরে আম্বালা কারাগারে বন্দি ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)। ৩ হাজার কোটি টাকার ‘পোঞ্জি দুর্নীতিতে’ নাম জড়ায় প্রাঞ্জিলের। আর্থিক কেলেঙ্কারির কথা প্রকাশ্যে আসে ২০২১ সালে। তদন্তে নেমে ইডি জানতে পারে, সংস্থার ৫৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন প্রাঞ্জিল বাটরা। যদিও প্রাঞ্জিলের দাবি, ওয়েব ডেভলপার হিসেবে কাজের দাম চোকাতেই তাঁকে ওই টাকা দিয়েছিল সংস্থা। কিন্তু কেন সে পরিবারের বিভিন্ন সদস্যকে মোট ১৫ কোটি টাকা ব্যাংক ট্রান্সফার করেছিল, তার উত্তর দিতে পারেনি যুবক। এরপরই তাঁকে গ্রেপ্তার করে ইডি। কিন্তু এদিন জামিন পান প্রাঞ্জিল।
[আরও পড়ুন: টিভিতে রোজ আধ ঘণ্টা ‘জাতীয়তাবাদী’ অনুষ্ঠান দেখানো বাধ্যতামূলক, নয়া গাইডলাইন কেন্দ্রের]
পাঞ্জাব-হরিয়ানা হাই কোর্টের জামিনের যুক্তিটি ছিল অভিনব। কার্যত মোটা হওয়ার কারণে অভিযুক্ত প্রাঞ্জিল বাটরাকে জামিন দেয় আদালত। বিচারপতিদের বক্তব্য ছিল, জামিনের আবেদনকারী ওবেসিটিতে ভুগছেন। তাঁর ওজন ১৫৩ কেজি। ওবেসিটি শুধুমাত্র রোগ নয়, বরং একাধিক রোগের কারণ। স্থূলতার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। ফলে জামিন দেওয়া হয় আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত প্রাঞ্জিল বাটরাকে।
[আরও পড়ুন: ৩২ সংসদীয় কমিটির চেয়ারম্যান পদে ‘ব্রাত্য’ TMC, কেন্দ্রের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ]
উল্লেখ্য, গত মার্চ মাসে গ্রেপ্তার করা হয়েছিল প্রাঞ্জিলকে। ২ জুন প্রথমবার জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। দাবি করেন, তিনি কেবল ওই সংস্থার কর্মচারী ছিলেন। কোনও রকম কেলেঙ্কারিতে জড়িত নন। নিজের স্থূলতার সমস্যার কথাও জামিনের আবেদনে উল্লেখ করেন তিনি। শেষ পর্যন্ত সেই যুক্তিতেই ১৫৩ কেজির প্রাঞ্জিল বাটরাকে জেলের বাইরে শ্বাস নেওয়ার অনুমতি দিল উচ্চ আদালত।