shono
Advertisement

Breaking News

তপন দত্ত হত্যা মামলায় ফের বিচারপ্রক্রিয়া শুরুর নির্দেশ হাই কোর্টের

বেশ কিছু ফাঁকফোকর রয়ে গিয়েছে বলে জানানো হয়৷ The post তপন দত্ত হত্যা মামলায় ফের বিচারপ্রক্রিয়া শুরুর নির্দেশ হাই কোর্টের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:31 PM Apr 10, 2017Updated: 02:01 PM Dec 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বালির তপন দত্ত হত্যা মামলায় হাওড়া আদালতের রায়কে খারিজ করল কলকাতা হাই কোর্ট৷ বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি মুমতাজ খান সোমবার হাওড়া আদালতের রায়কে সমালোচনা করে বলেছেন, “ওই রায়ে প্রত্যক্ষদর্শীদের বয়ানকে গুরুত্ব দেওয়া হয়নি৷ ফলে বেশ কিছু ফাঁকফোকর রয়ে গিয়েছে৷ নতুন করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে৷”

Advertisement

[বর্জ্য থেকে বায়োগ্যাস তৈরি করছেন CMERI-এর গবেষকরা]

উল্লেখ্য, তপন দত্ত হত্যা মামলায় জড়িত পাঁচ অভিযুক্তকে বেকসুর খালাস করে দিয়েছিল হাওড়া আদালত৷ সেই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে যান তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত৷ এদিন ছিল মামলার শুনানি৷ দেবাশিস করগুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, “ভুলে ভরা ছিল রায়৷” এদিনের রায়ের ফলে নয়া মোড় নিল এই মামলা৷

[‘মোদির নেতৃত্বেই নজিরবিহীন উন্নয়নের পথে চলেছে ভারত’]

২০১১ সালের ৬ই মে খুন হন পরিবেশকর্মী বালির বাসিন্দা তপন দত্ত৷ অভিযোগ ওঠে তৃণমূলেরই নেতা-কর্মীদের বিরুদ্ধে৷ প্রতিমাদেবীর করা এফআইআর-এ নাম ছিল রাজ্যের মন্ত্রীর অরূপ রায়েরও৷ যদিও তাঁকে বেকসুর খালাস করে দেওয়া হয়৷

[শনাক্ত করতে জুড়তে হয়েছিল লাদেনের ছিন্নভিন্ন মাথা]

The post তপন দত্ত হত্যা মামলায় ফের বিচারপ্রক্রিয়া শুরুর নির্দেশ হাই কোর্টের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement