সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেল স্টেশনে মহিলা হেড কনস্টেবলের সাহায্যে সন্তানের জন্ম দিলেন এক তরুণী। ঘটনাটি ঘটে তামিলনাড়ুতে (Tamil Nadu) আরোক্কোনাম (Arakkonam Railway Station) নামে একটি স্টেশন। জানা গিয়েছে, ট্রেনে থাকাকালীন প্রসব বেদনা ওঠে তরুণীর। সঙ্গী পরিবারের লোকেরা টিকিট পরীক্ষককে বিষয়টি জানান। তিনি আরোক্কোনামের প্লাটফর্মে পুলিশ কর্মী আছেন দেখে সেখানে তরুণীকে নামিয়ে দেন। এরপর পুলিশকর্মীরা তাঁকে ওয়াটিং রুমে নিয়ে যান। এর মধ্যে রেলের চিকিৎসককে ফোন করা হয়। যদিও চিকিৎসক আসার আগেই আরোক্কোনাম স্টেশনের ওয়েটিং রুমে এক মহিলা হেড কনস্টেবলের সাহায্যে ফুটফুটে সন্তানের জন্ম দেন তরুণী।
জানা গিয়েছে, ২৯ বছরের ওই তরুণীর নাম চাঁদনী। এক্সপ্রেস ট্রেনে ম্যাঙ্গালোর (Mangalore) থেকে চেন্নাই (Chennai) যাচ্ছিলেন তিনি। গোটা সফরে প্রসব বেদনায় কষ্ট পাচ্ছিলেন তরুণী। বিষটি বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছাতে ট্রেনে উপস্থিত টিকিট পরীক্ষক বিষয়টি জানান পরিবারের লোকেরা। এর পরে আরোক্কোনাম স্টেশনে বেশ কয়েকজন পুলিশকর্মী রয়েছে দেখে সেখানে তরুণীকে নামিয়ে দেন টিকিট পরীক্ষক।অবস্থা বুঝে পুলিশকর্মীরা প্লাটফর্মের ওয়েটিং রুমে নিয়ে আসেন তরুণীকে। রেলের চিকিৎসককে খবর দেন তাঁরা। কিন্তু পরিস্থিতি জটিল হয়ে ওঠে দ্রুত। এই সময়েই মহিলা হেড কনস্টেবল পরমেশ্বরী এগিয়ে আসেন। তাঁর সাহায্যে নির্বিঘ্নে ফুটফুটে সন্তানের জন্ম দেন চাঁদনী।
[আরও পড়ুন: দিওয়ালিতে মুছল ধর্মীয় ভেদাভেদ! প্রদীপের আলোয় সাজল দিল্লির নিজামুদ্দিন দরগা]
আরোক্কোনামের রেল পুলিশের ইন্সপেক্টর এস বিজয়লক্ষ্মী জানান, দুপুর ২টো বেজে ২০ মিনিটে স্টেশনে নামানো হয়েছিল চাঁদনীকে। এর দশ মিনিটের মধ্যে যা ঘটার ঘটে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই। রেলের চিকিৎসক তখনও অবধি আসতে পারেননি। বিজয়লক্ষ্মী বলেন, আমাদের হেড কনস্টেবল পরমেশ্বরীকে কৃতিত্ব দিতেই হবে। যদিও কিছু পরে চিকিৎসক এসে যান। প্রয়োজনীয় পরবর্তী চিকিৎসা করেন তিনি। এটা চাঁদনীর দ্বিতীয় সন্তান। মা ও শিশু সুস্থ আছে বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: অমানবিক! রক্তাক্ত অবস্থায় ছটফট করছে কিশোরী, সাহায্য না করে ভিডিও তুলতে ব্যস্ত জনতা]
গত সেপ্টেম্বরে চলন্ত ট্রেনে সন্তান প্রসবের ঘটনা ঘটে।দুরন্ত এক্সপ্রেসে এক মেডিক্যাল পড়ুয়া (Medical Student) নিপুণ হাতে মায়ের গর্ভ থেকে বের করে আনেন সদ্যোজাতকে। নেটদুনিয়ায় এই ঘটনা ভাইরাল হয়েছিল। মা এবং নবজাতক দু’জনে ভাল ছিলেন। ওই কাজে মেডিক্যাল পড়ুয়াকে বাহবা দেয় নেটিজেন।