shono
Advertisement

Jyotipriya Mallick: আচমকাই কমল রক্তচাপ, রাতেই ICCU-তে জ্যোতিপ্রিয়, এখন কেমন আছেন মন্ত্রী?

গ্রেপ্তার হওয়ার পরদিনই অসুস্থ হয়ে পড়েন বনমন্ত্রী।
Posted: 12:16 PM Nov 28, 2023Updated: 01:31 PM Nov 28, 2023

ক্ষিরোদ ভট্টাচার্য: গতকাল রাতে আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। রাতেই তাঁকে কার্ডিওলজি বিভাগের আইসিসিইউতে পাঠানো হয়। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন খাদ্যমন্ত্রীর অবস্থা কিছুটা জটিল হলেও আপাতত বিপন্মুক্ত। মঙ্গলবার সকাল থেকে ধীরে ধীরে তাঁর অবস্থার উন্নতি হচ্ছে।

Advertisement

ইডির হেফাজতে যাওয়ার পরেই শারীরিক সমস্যার জন্য বনমন্ত্রী প্রেসিডেন্সি জেলে চিকিৎসকদের নজরদারিতে ছিলেন। এর পরে তাঁকে পিজি হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। সোমবার সকাল থেকেই শারীরিক অসুস্থতার কথা বলেছিলেন মন্ত্রী। বিকেলে কার্ডিওলজি, স্নায়ু , মেডিসিন বিভাগের চিকিৎসকদের মেডিক্যাল বোর্ড বসে। সন্ধ্যার পর রক্তচাপ অস্বাভাবিক হারে কমতে শুরু করে জ্য়োতিপ্রিয়র। এর পরে আর কাল বিলম্ব না করে তাঁকে আইসিসিইউতে পাঠানোর সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। উল্লেখ্য, প্রাক্তন খাদ্যমন্ত্রীর কিডনি ও ডায়াবেটিসের সমস্যা রয়েছে।

[আরও পড়ুন: জিলেটিন স্টিক উদ্ধার মামলা: তিহাড়ে গিয়ে অনুব্রত-সায়গলকে জেরা করবে NIA]

রেশন দুর্নীতি মামলায় ইডির (ED) হাতে গ্রেপ্তার হওয়ার পরদিনই অসুস্থ হয়ে পড়েন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার এজলাসে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। এই অবস্থায় বনমন্ত্রীকে ভর্তি করা হয়েছিল বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। এর পর ইডি হেফাজতে যাওয়ার পরও তাঁর বেশকিছু সমস্যা দেখা যায়। সেই সময় থেকেই তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কাল আচমকাই রক্তচাপ কমে যাওয়ায় প্রাক্তন খাদ্যমন্ত্রীকে আইসিসিইউতে ভর্তি করা হয়।

[আরও পড়ুন: সময়ে মিলছে না গাড়ি, জনপ্রিয়তা হারাচ্ছে যাত্রীসাথী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement