shono
Advertisement

Breaking News

Pregnancy

লাগবে না কন্ডোম কিংবা পিল, উদ্দাম যৌনতার পরেও অন্তঃসত্ত্বা হওয়া রুখবে ছোট্ট কাঠি!

অবাঞ্ছিত গর্ভধারণ রুখতে এই ব্যবস্থার জুড়ি মেলা ভার!
Published By: Sayani SenPosted: 07:45 PM Jan 29, 2026Updated: 07:45 PM Jan 29, 2026

একঘরে থাকবেন দু'টি মানুষ আর কাছাকাছি আসবেন না, তা হতে পারেন। দাম্পত্য আর যৌনতা - যেন একে অপরের পরিপূরক। তবে যৌনতা মানেই সন্তানের জন্ম দেওয়া নয়। অবাঞ্ছিত গর্ভধারণ রুখতে কেউ সাহায্য নেন পিল বা গর্ভনিরোধকের। বেশিরভাগ দম্পতি আবার কন্ডোম ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে পিলের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তাই বহু মহিলা তা এড়িয়ে চলতে চান। চিকিৎসা বিজ্ঞান এখন অনেক এগিয়ে গিয়েছে। একটা ছোট্ট কাঠিই রুখতে পারে অবাঞ্ছিত গর্ভধারণ। যৌন সুখকে নিমেষে করে দিতে পারে দ্বিগুণ।

Advertisement

দেশলাই কাঠির আকারের ছোট্ট একটি বস্তু। যা আপনার কনুইয়ের কাছে ত্বকে স্থাপন বা ইমপ্ল্যান্ট করা হবে। ওই ইমপ্ল্যান্টটি আপনার শরীরে প্রজেস্টিন হরমোনের নিঃসরণ ঘটাবে। তার ফলে শরীরে ডিম্বাণু গঠন বাধা পাবে। তাই অবাঞ্ছিত গর্ভধারণও সম্ভবপর হবে না। চিকিৎসা পরিভাষায় এটি হল 'সাবডার্মাল ইমপ্ল্যান্ট'। এই পদ্ধতিতে কমপক্ষে ৩ বছর অন্তঃসত্ত্বা হওয়ার কোনও ভয় নেই।

গর্ভনিরোধক ওষুধ শরীরে হরমোনের ভারসাম্যে অনেক সময় প্রভাব ফেলে। তাই তা দীর্ঘদিন ব্যবহারের ফলে গর্ভধারণে জটিলতা তৈরি করে। তাই বহু মহিলা ওই ধরনের ওষুধ খাওয়ার ফলে আতঙ্কে ভোগেন। তবে কনুইয়ের ত্বকে 'সাবডার্মাল ইমপ্ল্যান্টে'র ফলে এমন কোনও ক্ষতির সম্ভাবনা নেই। ইমপ্ল্যান্ট অপসারণের মাত্র কয়েকদিন পরই ফিরে আসে গর্ভধারণের ক্ষমতা।

আবার 'সাবডার্মাল ইমপ্ল্যান্টে'র সঙ্গে যৌনাঙ্গের কোনও সম্পর্ক নেই। তাই সংক্রমণের ঝুঁকিও নেই। চিকিৎসকদের একাংশের মতে, তাই পিল, কন্ডোমের তুলনায় 'সাবডার্মাল ইমপ্ল্যান্ট' অনেক বেশি ফলপ্রসূ। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে পরীক্ষামূলকভাবে মহারাষ্ট্রের নানা জেলা হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলিতে এই পরিষেবা চালু করা হয়েছে। ভবিষ্যতে দেশের বিভিন্ন প্রান্তে এই গর্ভনিরোধী বন্দোবস্ত চালুর পরিকল্পনা রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement